চোখের এলার্জি দূর করার দোয়া - চোখের চুলকানি দূর করার দোয়া
সম্মানিত পাঠক আপনার কি চোখের কোনো সমস্যা হয়েছে? তাই আপনি কি চোখের এলার্জি দূর করার দোয়া, চোখের চুলকানি দূর করার দোয়া জানতে চান? তাহলে এই আর্টিকেলটি আপনার অনেক উপকারে আসবে। কেননা আজকে আমরা চোখের সমস্যা দূর করার দোয়া সম্পর্কে আলোচনা করব।
সূচিপত্র:এছাড়া আপনি আরও জানতে পারবেন চোখের ময়লা বের করার দোয়া, চোখের ব্যথা দূর করার দোয়া, চোখের এলার্জি দূর করার ঘরোয়া উপায়, চোখের এলার্জি দূর করার ঔষধ এবং চোখের চুলকানি দূর করার উপায় সম্পর্কে। চোখের সমস্যা হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন। আজকের এই আর্টিকেলটি সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই শেষ অবধি পড়ার অনুরোধ রইলো।
ভূমিকা
চোখে অনেক সময় বিভিন্ন দূষিত পদার্থ অথবা ভাইরাস, ব্যাকটেরিয়ার আক্রমণের ফলে এলার্জি, চুলকানি এবং ব্যথা হয়। এক্ষেত্রে অনেক মুসলিম ভাই-বোনেরা আল্লাহর নিকট দোয়া চায় যাতে দ্রুত চোখের সমস্যা দূর হয়। চোখ আল্লাহর দেওয়া একটি মহা মূল্যবান উপহার, যার মাধ্যমে আমরা সহজেই কোনো কিছু দেখতে পাই এবং কাজ করতে পারি।
মুসলিমদের বিশ্বাস অনুযায়ী যিনি এই চোখ দিয়েছেন তিনিই এই চোখ ঠিক করতে পারবেন যদি তিনি চান। এই বিশ্বাসটি সঠিক হলেও রাসূলের দেখানো পথ অনুযায়ী আমাদের চিকিৎসাও করাতে হবে। রাসূল শুধু আমাদের দোয়া করা শিক্ষা দেননি, বরং তিনি অসুস্থ হলে চিকিৎসাও করিয়েছিলেন। এজন্য চিকিৎসার পাশাপাশি আমাদের উচিত আল্লাহর নিকট দোয়া করা।
তাই আজকে আমরা চোখের সমস্যার দূর করার চিকিৎসা সহ চোখের এলার্জি দূর করার দোয়া, চোখের চুলকানি দূর করার দোয়া আপনাদের সামনে তুলে ধরব। যাতে করে চিকিৎসার পাশাপাশি আপনি আল্লাহর নিকট দোয়া করে দ্রুত সুস্থ হতে পারেন। তো চলুন এখন মূল আলোচনায় যাওয়া যাক।
চোখের এলার্জি দূর করার দোয়া
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিভিন্ন দোয়ার শিখিয়েছেন। এমনকি চোখের রোগ বা চোখের এলার্জি দূর করার জন্য কিছু দোয়া বলেছেন যা বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত।
আমাদের সকলের আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তায়ালা আনহা বলেছেন, আল্লাহর রাসূল যদি কোনো মানুষের কষ্ট দেখতেন তাহলে তিনি দোয়া পড়তেন এবং চোখে বা ক্ষতস্থানে হাত বুলিয়ে দিতেন। সেই দোয়াটি নিচে দেওয়া হলো। অন্যান্য কষ্ট এবং চোখের এলার্জি দূর করার দোয়া:
বিসমিল্লাহ, তুরবাতু আরদিনা, বারিই-ক্বোতি বাআদিনা, ইউশফা সাক্বিমুনা, বিইযনি রব্বিনা।
এর অর্থ হলো: শুরু করছি আল্লাহর নামে। আমাদের ভূপৃষ্ঠের মাটি ও আমাদের কেউ একজনের থুতুর সাহায্যে আমাদের অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাক, আমাদের পালনকর্তার অনুমতিতে।
এছাড়া আরও একটি পরীক্ষিত আমল রয়েছে যার মাধ্যমে চোখের এলার্জি দ্রুত ভালো হবে ইনশাআল্লাহ। চোখের এলার্জি দূর করার সেই দোয়াটি হলো:
আল্লাহুম্মা মাত্তি'নিই ওয়া বাছারা ওয়াজ-আলহুমা আল-ওয়ারিসা মিন্নিই
এর অর্থ হলো: হে আল্লাহ, আমাকে আমার কানের শক্তি এবং চোখের শক্তি এর মাধ্যমে উপকার করো, এছাড়া এগুলো কি আমার উত্তরাধিকারী বানিয়ে দাও।
চোখের চুলকানি দূর করার দোয়া
অনেক সময় বিভিন্ন কারণে আমাদের চোখে চুলকানি হয়ে থাকে। সেক্ষেত্রে প্রথমে আপনার উচিত হবে চোখে কোনো ময়লা জাতীয় কোনো বস্তু পড়েছে কিনা সেটি লক্ষ্য করা। যদি চোখে চুলকানি হওয়ার লক্ষণ খুঁজে না পান তাহলে চোখের চুলকানি দূর করার দোয়া পড়তে পারেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে পারেন। চোখের চুলকানি দূর করার দোয়াটি হলো:
- দোয়া নং ১: ফাকাশাফনা- আংকা ইতো-নাকা ফাবাছোরুকাল ইয়াওমা হাদিইদ।
- দোয়া নং ২: রব্বানা- আতমিম লানা- নুউরোনা- ওয়াগফির লানা- ইন্নাকা আলা কুল্লি শাইয়িন ক্বদিইর।
এই দোয়াগুলো চোখে যখন চুলকানি হবে তখন পাঠ করতে পারেন। বিশেষ করে নামাজের পর উক্ত দোয়া গুলো পাঠ করে হাতে ফু দিয়ে সেই হাত চোখ হালকা করে মালিশ করুন। তাহলে ইনশাআল্লাহ আপনার চোখের চুলকানি দূর হবে। তবে দোয়ার পাশাপাশি অবস্থায় চিকিৎসা গ্রহণ করতে হবে।
চোখের ময়লা বের করার দোয়া
অনেকেই চোখের ময়লা বের করার দোয়া সম্পর্কে জানতে চেয়েছেন। অনেক সময় বিভিন্ন কারণে আমাদের চোখে ময়লা পড়ে। তখন চোখের প্রচণ্ড চুলকানি এবং ব্যথা অনুভব হতে পারে। এ সময় উচিত ইস্তেগফার পড়া এবং নরম কিছু ব্যবহার করে চোখের ময়লাগুলো বের করার চেষ্টা করা।
আরও পড়ুন খুশকি দূর করার শ্যাম্পু বাংলাদেশ
এছাড়া চোখে পানির ঝাপটা দিতে পারেন যাতে ময়লা গুলো সহজেই বের হয়ে আসে। এরপরেও যদি ময়লা বের না হয় তাহলে আর আল্লাহর উপর ভরসা করে চোখের ময়লা বের করার দোয়া এই দোয়াটি পড়তে পারেন। চোখের ময়লা বের করার দোয়া হলো:
يَا رَبِّ، إِنَّكَ إِذَا شِئْتَ تَجْعَلُ الصَّحِيحَ مَرِيضًا، وَالْمَرِيضَ صَحِيحًا. فَإِنْ شِئْتَ، تُبْرِئْ عَيْنِي الْمَرِيضَةَ فِي لَحْظَةٍ، فَأَنْتَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ.
অর্থ: হে আমার মালিক। তুমি চাইলেই সুস্থ কে অসুস্থ এবং অসুস্থকে সুস্থ বানাতে পারো। তুমি যদি চাও তাহলে আমার এই অসুস্থ চোখ মুহূর্তেই সুস্থ হয়ে যাবে। নিশ্চয়ই তুমি সকল ক্ষমতার অধিকারী।
চোখের ব্যথা দূর করার দোয়া
বিভিন্ন কারণে অনেক সময় আমাদের চোখে ব্যথা হয়। চোখ একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এটি অত্যন্ত নরম হয়ে থাকে, তাই সামান্য আঘাতেও অনেক বেশি ব্যথা হয়। চোখে কোনো কারণে ব্যথা হলে চোখের ব্যথা দূর করার দোয়া আমরা অনেকেই খোঁজাখুঁজি করে থাকি। চোখে ব্যথা হলে দ্রুত চিকিৎসা নেওয়ার পাশাপাশি আপনি এই দোয়া পাঠ করতে পারেন:
يَا اللَّهُ، إِنِّي أَشْعُرُ بِأَلَمٍ شَدِيدٍ فِي عَيْنَيَّ، وَأَنَا فِي كَرْبٍ شَدِيدٍ. إِنَّ قُدْرَتَكَ وَحْدَكَ كَفِيلَةٌ بِإِزَالَةِ هَذَا الْأَلَمِ. إِنْ شِئْتَ، تُزِيلُهُ فِي لَحْظَةٍ. يَا اللَّهُ، لَا بَابَ لِي أَطْرُقُهُ سِوَى بَابِكَ، فَاغْفِرْ لِي، وَاشْفِ عَيْنَيَّ، وَأَذْهِبْ عَنِّي هَذَا الْأَلَمَ.
অর্থ: হে আল্লাহ। আমার চোখে প্রচণ্ড ব্যথা অনুভব করছি এবং আমার অনেক কষ্ট হচ্ছে। এই ব্যথা সারানোর ক্ষমতা একমাত্র তোমারই রয়েছে। তুমি চাইলে আমার চোখের ব্যথা দূর করে দিতে পারো। হে আল্লাহ তোমার দরবার ছাড়া আমার চাওয়ার আর কোনো দরবার নেই। তুমি আমাকে ক্ষমা করে দাও এবং আমার চোখের ব্যথা দূর করে দাও।
চোখের এলার্জি দূর করার ঘরোয়া উপায়
চোখের এলার্জি দূর করার ঘরোয়া উপায় সম্পর্কে অনেকেই জানেন না। চোখের এলার্জি দূর করার জন্য অনেকেই অনেক কথা বলে থাকেন। চোখ একটি সংবেদনশীল জায়গা যেখানে সকল কিছু ব্যবহার করা যাবে না।
তাই বাড়িতে কোনো মেডিসিন জাতীয় দ্রব্য থাকলে চোখের এলার্জি দূর করার জন্য ভুলেও সেটি ব্যবহার করবেন না। চোখের এলার্জি উপশমের কিছু সহজ ও কার্যকর ঘরোয়া উপায় নিচে তুলে ধরা হলো:
চোখে যদি এলার্জি হয় তাহলে ঠাণ্ডা পানির সেঁক দিতে পারেন এতে অনেক উপকার হবে। বিশেষ করে চোখের ফোলা ভাব চুলকানি এবং প্রদাহ অনেকটাই কমে।
আমরা অনেকেই চা খাই। আপনার ঘরে যদি টি ব্যাগ থাকে তাহলে সেটি গরম পানিতে ভিজিয়ে নিন, তারপর ঠাণ্ডা করে চোখের উপর ১০ থেকে ১৫ মিনিট টি ব্যাগটি রাখুন। এতে প্রদাহ নিরাময় হয়।
চোখের ফোলা ভাব এবং এলার্জি দূর করতে শসা ব্যবহার করতে পারেন। এটি প্রাকৃতিকভাবে আপনার চোখকে ঠাণ্ডা রাখবে এবং আপনি আরাম পাবেন। ফ্রিজে রাখা ঠাণ্ডা শসা পাঁচ থেকে দশ মিনিট আপনার চোখের উপর রাখুন।
চোখের এলার্জি প্রতিরোধ করতে পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন করতে হবে। আপনার বিছানার চাদর এবং বালিশের কভার সব সময় পরিষ্কার রাখুন। কেননা এখান থেকে অনেক সময় চোখের ভেতর ময়লা ঢুকে যায় এবং এলার্জি জনিত সমস্যা হয়।
আরও পড়ুন ভাতের মাড়ের ১০টি ক্ষতিকর দিক
চোখের চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন এলোভেরা জেল ব্যবহার করতে পারেন, এতে অনেকটাই আরাম পাওয়া যায়। তবে খেয়াল রাখবেন এলোভেরা জেল চোখের ভেতরে যেন না যায়।
চোখে এলার্জি হলে ঠাণ্ডা দুধ ব্যবহার করতে পারেন। এক টুকরো তুলা নিয়ে ঠাণ্ডা দুধে ভেজান এবং এই দুধে ভেজানো তুলা চোখের উপরে ১০ মিনিট রেখে দিন। তাহলে প্রদাহ নিরাময় হতে এটি সাহায্য করবে এবং আরাম পাবেন।
চোখের এলার্জি দূর করার ঔষধ
আপনারা অনেকেই অনলাইনে চোখের এলার্জি দূর করার ঔষধ সম্পর্কে খোঁজাখুঁজি করে থাকেন। কিন্তু আপনাদের উচিত অনলাইনে ঔষধ না খুঁজে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে সঠিক ঔষধ নির্বাচন করা। আপনি যদি একজন ডাক্তার না হয়ে থাকেন তাহলে আপনার জন্য কোন ঔষধটি গ্রহণ করা উচিত সে সম্পর্কে আপনি ভাল বুঝতে পারবেন না।
তাই সবসময় ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। তবে আমি আপনাদের এখন চোখের এলার্জি দূর করার কিছু ঔষধ বা ড্রপ এর নাম বলবো যা চোখের চুলকানি বা এলার্জিতে ব্যবহার করা যেতে পারে ডাক্তারের পরামর্শ অনুযায়ী। চোখের এলার্জি দূর করার ঔষধ গুলো হলো:
- Systane Ultra
- Olopatadine
- ডেসলােরাটাডিন
- Ketorolac (Acular)
- Ketotifen
- Azelastine
চোখের চুলকানি দূর করার উপায়
এখন আলোচনা করব চোখের চুলকানি দূর করার উপায় সম্পর্কে। চোখ বিভিন্ন কারণে চুলকাতে পারে। অনেক সময় চোখের পাপড়ি ভেঙ্গে চোখের ভেতরে পড়ে এবং চোখ চুলকাতে শুরু করে। এ অবস্থায় কোনো নরম বস্তু (তুলা, কাপড় ইত্যাদি) দিয়ে ভেঙে পড়া চোখের পাপড়ি তুলে ফেলুন। কিছুক্ষণ পর চুলকানি দূর হয়ে যাবে।
এছাড়া আপনার চোখ সুস্থ হয়ে যাওয়ার জন্য যদি চুলকায় তাহলে গরম পানির বাষ্প চোখে লাগান। তবে খেয়াল রাখবেন গরম পানি যেন চোখে গিয়ে না পড়ে, তাই নির্দিষ্ট দূরত্ব বজায় রাখুন। এছাড়া চোখের চুলকানি দূর করার আরেকটি কার্যকর পদ্ধতি হলো গরম ভাপ দেওয়া।
আরও পড়ুন শূকরের মাংসের উপকারিতা ও অপকারিতা
কোনো পরিষ্কার কাপড়ে আপনার মুখ চেপে ধরে ফু দিতে থাকুন যতক্ষণ না গরম হয়ে যায়। গরম হয়ে গেলে সেটি চোখে লাগান, দেখবেন অনেকটাই আরাম পাবেন। এছাড়া অনেক সময় ছত্রাক, ভাইরাস, ব্যাকটেরিয়ার ইত্যাদি আক্রমণের কারণে চোখে চুলকানি হতে পারে। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চোখের ড্রপ ব্যবহার করুন।
FAQ: চোখের এলার্জি দূর করার দোয়া ও চোখের চুলকানি দূর করার দোয়া সম্পর্কিত কিছু প্রশ্ন এবং উত্তর
১. চোখের এলার্জি এবং ব্যথা দূর করার জন্য কোনো দোয়া আছে কি?
উত্তর: হ্যাঁ। কিছু শরীয়ত সম্মত দোয়া রয়েছে। বিভিন্ন বিপদে পড়লে বা শরীরে কোনো অসুস্থতা দেখা দিলে আল্লাহর নিকট সাহায্য চাওয়ার জন্য দোয়া করতে পারেন।
২. চোখে এলার্জি হলে শুধু কি দোয়া পড়লেই ভালো হয়ে যাবে?
উত্তর: চোখে এলার্জি হলে শুধু দোয়া পড়ে বসে থাকাই উচিত নয়, বরং এর সাথে চিকিৎসা গ্রহণ করা উচিত। কেননা চিকিৎসা নেওয়া সুন্নাহ। আমি আলেমদের বলতে শুনেছি আল্লাহর রাসূলকে একদিন বিচ্ছু নামুক বিষধর পোকা কামড়ে ছিল।
তারপর তিনি চিকিৎসার পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করেছিলেন এবং তিনি সুস্থ হয়েছিলেন। রাসূল শুধুমাত্র দোয়া করতে বলেননি, তিনি নিজেও চিকিৎসা নিতে বলেছেন। তাই শুধুমাত্র দোয়া পড়লে চোখের এলার্জি ভালো নাও হতে পারে।
৩. দোয়া কি আরবিতেই করতে হবে?
উত্তর: না। যেকোনো দোয়া আরবিতে করা আবশ্যক নয়। তবে নামাজের দোয়া গুলো নামাজে অবশ্যই আরবিতে পাঠ করতে হবে। এছাড়া কোনো বিপদে পড়লে আপনি আপনার ভাষাতে আল্লাহর নিকট চাইতে পারবেন অর্থাৎ দোয়া করতে পারবেন।
মহান আল্লাহ সকলের মনের কথা জানেন এবং বুঝেন। আরবিতে দোয়া করতে গিয়ে অনেক সময় ভুল হয়ে অর্থের বিকৃতি হতে পারে। বিশেষ করে যখন আপনি আরবি বাক্যগুলোর বাংলা উচ্চারণ দেখে দেখে পড়বেন।
লেখকের মন্তব্য
চোখ এমন একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা ছাড়া আমরা চলতে পারি না। একজন ঈমানদার ব্যক্তির অনেক বড় একটি অস্ত্র হলো দোয়া। আল্লাহ দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন করে দেন। আমরা ইতিহাস এবং বিভিন্ন হাদিস থেকে জানতে পেরেছি নবী-রাসূলগণ এবং সাহাবীরা অসুস্থ হলে দোয়া করতেন এবং পরবর্তীতে তারা সুস্থ হয়ে যেতেন।
তবে কেবলমাত্র দোয়া করাই যথেষ্ট নয়, এর সাথে আপনাকে চিকিৎসাও করতে হবে, দুটোই খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনার চোখে যদি এলার্জি হয় বা চুলকানি হয় তাহলে আল্লাহর কাছে দোয়া করুন এবং চিকিৎসকের শরণাপন্ন হন।
সম্মানিত পাঠক, আপনাকে আমরা জানালাম চোখের এলার্জি দূর করার দোয়া, চোখের চুলকানি দূর করার দোয়া, চোখের ময়লা বের করার দোয়া, চোখের এলার্জি দূর করার ঔষধ, চোখের চুলকানি দূর করার উপায়, চোখের ব্যথা দূর করার দোয়া, চোখের এলার্জি দূর করার ঘরোয়া উপায় ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে। আশা করি আর্টিকেলটি পরে আপনি উপকৃত হয়েছেন।
আপনি চাইলে আর্টিকেলটি অন্যদের সঙ্গে শেয়ার করতে পারেন। আপনার আরও কিছু প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে পারেন অথবা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ধন্যবাদ।
অনলাইন ইনকাম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url