বাংলাদেশে প্রথম ফেসবুক আইডি কে খুলেছে?
ফেসবুক মার্কেটিং a to z জানতে চাপুনসম্মানিত পাঠক আপনি হয়তো বাংলাদেশে প্রথম ফেসবুক আইডি কে খুলেছে, বাংলাদেশে ফেসবুক অফিস কোথায়, বাংলাদেশে ফেসবুক চালু হয় কত সালে ইত্যাদি সম্পর্কে অনেক খোঁজাখুঁজি করছেন। এ সকল প্রশ্নের সঠিক উত্তর এই আর্টিকেলের মাধ্যমে জানতে পারবেন।
এছাড়া আরও জানতে পারবেন কোন দেশে ফেসবুক চালানো নিষেধ, বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত, ফেসবুক আবিষ্কারের ইতিহাস, বাংলাদেশে ফেসবুক কত সালে আবিষ্কার হয়, ফেসবুক নিয়ে কিছু কথা ইত্যাদি সম্পর্কে।
সূচিপত্র: বাংলাদেশে প্রথম ফেসবুক আইডি কে খুলেছে | বাংলাদেশে ফেসবুক কত সালে আবিষ্কার হয়
.
ভূমিকা
বাংলাদেশ সহ বিশ্বের বহু সংখ্যক দেশে ফেসবুক ব্যবহারকারী রয়েছে, আর দিন যতই যাচ্ছে এর ব্যবহারকারীর সমস্যাও ততো বেড়েই চলেছে। বর্তমানে ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মানুষ সকলেই অনলাইনে যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুক ব্যবহার করছেন।
এটি শুধুমাত্র যোগাযোগের মাধ্যমে নয়, বরং এটির মাধ্যমে বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় আপডেট তথ্য জানা যায় এবং নিজের লাইফ স্টাইল, অভিজ্ঞতা ইত্যাদি শেয়ার করা যায়। এমনকি ফেসবুক ব্যবহার করে অনেক টাকা ইনকাম করা যায়।
বাংলাদেশী ফেসবুক ব্যবহারকারীরা ফেসবুক সম্পর্কে মনে নানা ধরনের প্রশ্ন করে থাকে। তার মধ্যে অন্যতম প্রশ্ন হলো বাংলাদেশে ফেসবুক কত সালে আবিষ্কার হয় এবং বাংলাদেশে প্রথম ফেসবুক আইডি কে খুলেছে।
এসকল প্রশ্নগুলোর উত্তর সকলেরই জেনে রাখা উচিত। কেননা অনেক সময় চাকরির পরীক্ষাতেও এসকল প্রশ্ন করা হয়ে থাকে। তো চলুন এখন মূল আলোচনা গুলো শুরু করি।
বাংলাদেশে প্রথম ফেসবুক আইডি কে খুলেছে
বাংলাদেশে প্রথম ফেসবুক আইডি কে খুলেছে সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি বা রেকর্ড করা হয়নি। ফেসবুক কখনও তাদের প্রথম ব্যবহারকারীদের তালিকা প্রকাশ করেনি। সাধারণত 2006 সালে বাংলাদেশীরা ফেসবুক ব্যবহার করা শুরু করে।
2006 থেকে 2008 সালের দিকে ইন্টারনেটের ব্যবহার কম থাকার কারণে ফেসবুকের প্রথম ব্যবহারকারীর তথ্য পাওয়া খুবই কঠিন ব্যাপার। তবে অনেকে বলেছেন আমেরিকায় থাকা প্রবাসী বাঙালি মোহাম্মদ আসিফ মাহমুদ 2005 সালের ডিসেম্বরে প্রথম বাংলাদেশী হিসেবে ফেসবুক আইডি খুলেছিলেন।
এছাড়া অনেকে দাবি করে বাংলাদেশের প্রথম ফেসবুক আইডি খুলেছে মোঃ শামীম আশরাফ নামের একজন ভদ্রলোক। কিন্তু এ সকল তথ্যের কোনো সুনির্দিষ্ট ভিত্তি নেই, শুধুমাত্র অনুমান করে বলা হয়ে থাকে। এমনও হতে পারে সেই সময় ফেসবুক আইডি অন্য কেউ খুলেছিল কিন্তু তা রেকর্ড করা হয়নি।
সংক্ষেপে বলতে গেলে বাংলাদেশে সর্ব প্রথম ফেসবুক আইডি কে খুলেছিলেন সে সম্পর্কে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি।
বাংলাদেশে ফেসবুক কত সালে আবিষ্কার হয়
অনেকেই প্রশ্ন করে থাকে বাংলাদেশে ফেসবুক কত সালে আবিষ্কার হয় বা বাংলাদেশে ফেসবুক কবে চালু হয় সে সম্পর্কে। ফেসবুক 2004 সালে আবিষ্কার হয়েছে যুক্তরাষ্ট্রে। পরবর্তীতে বাংলাদেশে 2006 সালে ফেসবুক প্রথম চালু হয়।
সে সময় ইন্টারনেট এবং মোবাইলের মতো ডিভাইসের ব্যবহার ব্যাপকভাবে শুরু না হওয়ার কারণে ফেসবুকের ব্যবহার তেমন ছিল না। বাংলাদেশ 2008 সালের পর থেকে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। 2013 সালে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বৃদ্ধি হতে থাকে। বর্তমানে বাংলাদেশে ফেসবুকের ব্যবহার বেড়েই চলেছে।
বাংলাদেশে ফেসবুক চালু হয় কত সালে
২০০৬ সালে বাংলাদেশে সর্বপ্রথম ফেসবুক চালু করা হয়। তবে বাংলাদেশের সর্ব প্রথম ফেসবুক ব্যবহারকারী কে, সে সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। ২০০৬ সালের পর থেকে বাংলাদেশে ফেসবুকের ব্যবহার আস্তে আস্তে বাড়তে থাকে।
বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত
বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত সে সম্পর্কেও নিদিষ্ট করে বলা মুশকিল। কেননা ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা এতই বেড়ে গেছে যে, এখন বাংলাদেশে প্রতি মিনিটে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি হচ্ছে।
বর্তমানে বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা 6 কোটি 72 লাখেরও বেশি। বাংলাদেশে প্রায় 37.6% এর বেশি মানুষ এখন ফেসবুক ব্যবহার করছেন। ভবিষ্যতে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা যায়। বাংলাদেশে ১৮ থেকে ২৪ বছর বয়সে মানুষেরা সবচেয়ে বেশি ফেসবুক ব্যবহার করে।
বাংলাদেশে ফেসবুক অফিস কোথায়
বাংলাদেশে ফেসবুক অফিস কোথায় আছে অনেকেই জানেন না। আসলে বাংলাদেশে ফেসবুকের কোনো অফিস নেই। ড্যান নিয়ারি যিনি ফেসবুক বা মেটার এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট, তিনি বলেন আপাতত বাংলাদেশে ফেসবুকের অফিস চালু করার কোনো পরিকল্পনা করা হয়নি।
আরও পড়ুন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে আয়
কয়েক বছর আগে ফেসবুকের কর্মকর্তাদের সাথে এ বিষয়ে কথা বললে তারা বাংলাদেশকে এড়িয়ে চলত। কিন্তু বর্তমানে ফেসবুক কর্মকর্তাদের সাথে এ বিষয় নিয়ে কথা বললে অনেকটাই ইতিবাচক ব্যবহার তাদের থেকে পাওয়া গেছে বলে জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান।
ভবিষ্যতে বাংলাদেশ ফেসবুক অফিস প্রতিষ্ঠা করলে বাংলাদেশের জনগণ অনেক সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে।
কোন দেশে ফেসবুক চালানো নিষেধ
বিশ্বের বিভিন্ন দেশের সরকার তাদের বিভিন্ন প্রয়োজনে ফেসবুক নিষিদ্ধ করেছেন। যে সকল দেশে ফেসবুক নিষিদ্ধ সে সকল দেশের নামের তালিকা নিচে দেওয়া হলো:
- চীন
- উত্তর কোরিয়া
- ইরান
- রাশিয়া
- মিয়ানমার
- তুর্কমেনিস্তান
- উগান্ডা
এছাড়া বাংলাদেশ, পাকিস্তান এবং পাপুয়া নিউ গিনিতে অস্থায়ীভাবে সাময়িক সময়ের জন্য বিভিন্ন কারণে সরকার ফেসবুক নিষিদ্ধ ঘোষণা করেছিল।
ফেসবুক আবিষ্কারের ইতিহাস
ফেসবুক এর মতো একটি জনপ্রিয় প্ল্যাটফর্মের আবিষ্কার সম্পর্কে জানা জরুরি। অনেকেই ফেসবুক আবিষ্কারের ইতিহাস সম্পর্কে জানতে আগ্রহী। যাত্রাটি শুরু হয় 2003 সালে মার্ক জাকারবার্গ এর হাত ধরে। তিনি তখন হাভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তখন তিনি একটি ওয়েবসাইট তৈরি করেছিলেন যার নাম Facemash।
কিন্তু এই ওয়েবসাইট টি নিয়ে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়, যার কারণে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তার ওয়েবসাইট টি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন। এরপর 2004 সালে দি ফেসবুক ডটকম (thefacebook.com) নামের একটি ওয়েবসাইট আবার চালু করেন।
এটি শুধুমাত্র হাভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ছিল। কিছুদিন পর অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো এটি ব্যবহার করা শুরু করে। তারপর 2005 সালে উক্ত ওয়েবসাইটের ডোমেইন পরিবর্তন করে facebook.com ডোমেইনটি কেনা হয়।
facebook.com ডোমেইনের দাম ছিল ২ লক্ষ ডলার। এরপর ২০০৬ সালে যারা ইন্টারনেট ব্যবহার করে তাদের জন্য ফেসবুক ওপেন করে দেওয়া হয়। বর্তমানে এটি সোশ্যাল মিডিয়ার অন্যতম সেরা প্ল্যাটফর্ম, যা ৩ বিলিয়নেরও বেশি মানুষ ব্যবহার করছে।
ফেসবুক নিয়ে কিছু কথা
ফেসবুক নিয়ে কিছু কথা না বললেই নয়। বর্তমানে ফেসবুক মানুষ অনেক বেশি সময় ধরে ব্যবহার করছে। অনেকেই আসক্ত হয়ে পড়েছে ফেসবুকের প্রতি। যার কারণে অনেকেই প্রচুর সময় নষ্ট হচ্ছে। ফেসবুকের ভালো খারাপ উভয় দিকই আছে।
এখানে আপনি বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে পারবেন। এছাড়া যারা ব্যবসায়ী রয়েছেন তারা অনলাইনে ব্যবসা করতে পারবেন ফেসবুকের মাধ্যমে। অনলাইনে ব্যবসা করার জন্য ফেসবুক সেরা একটি প্ল্যাটফর্ম। ফেসবুক মানুষের মাঝে সংযোগ ঘটায়, কিন্তু জ্ঞানহীন হলে বিচ্ছেদও ঘটাতে পারে।
এছাড়া ফেসবুক ব্যবহার করে অনেকেই প্রতারণা করে থাকে, তাদের থেকে অবশ্যই সাবধান থাকতে হবে। অনেকেই জানতে চান বাংলাদেশে প্রথম ফেসবুক আইডি কে খুলেছে, এ বিষয়ে মূলত সঠিক কোনো প্রমাণ পাওয়া যায়নি।
ফেসবুক হেল্পলাইন নাম্বার বাংলাদেশ
অনেক ফেসবুক ব্যবহারকারী "ফেসবুক হেল্প লাইন নাম্বার বাংলাদেশ" সম্পর্কে জানতে চায়। বাংলাদেশে যেহেতু ফেসবুকের কোনো অফিস চালু হয়নি সেহেতু বাংলাদেশের ফেসবুক হেল্পলাইন নাম্বার নেই। তবে ফেসবুকে প্রবেশ করলে ফেসবুকে হেল্প সেন্টার নামের অপশন খুঁজে পাবেন। ফেসবুক হেল্পলাইন লিংক: ফেসবুকে হেল্প সেন্টার
FAQ: আর্টিকেল সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর
১. বাংলাদেশে ফেসবুক কবে আসে?
উত্তর: বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ফেসবুক ২০০৬ সালে উন্মুক্ত করে দেওয়া হয়।
২. ফেসবুকের সবচেয়ে বড় গ্রুপের নাম কি?
উত্তর: ফেসবুকের সবচেয়ে বড় গ্রুপের নাম হলো "Marriage & Relationship Counseling" (MRC)
৩. বাংলাদেশের সবচেয়ে বড় ফেসবুক গ্রুপ কোনটি?
উত্তর: বাংলাদেশের সবচেয়ে বড় ফেসবুক গ্রুপ হলো "Our Evergreen Bangladesh"।
শেষ বক্তব্য
২০০৬ সালের দিকে যারা প্রবাসী এবং প্রযুক্তি সম্পর্কে জ্ঞান রাখেন তারাই সর্বপ্রথম ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিলেন। আশাকরি আপনারা সকলে বাংলাদেশে প্রথম ফেসবুক আইডি কে খুলেছে? এই প্রশ্নের যথাযথ উত্তর পেয়েছেন। বর্তমানে ফেসবুক সকল শ্রেণীর মানুষ ব্যবহার করছেন।
ফেসবুকে অনেকেই না জেনে লোভে পড়ে প্রতারণার শিকার হচ্ছে, আবার অনেক মানুষ কোনো তথ্য যাচাই-বাছাই না করেই বিভিন্ন তথ্য ফেসবুকে শেয়ার করে থাকে। তাই এইসব বিষয়ে সচেতন থাকতে হবে।
সম্মানিত পাঠক আপনিও জানতে পারলেন বাংলাদেশে প্রথম ফেসবুক আইডি কে খুলেছে, বাংলাদেশে ফেসবুক কত সালে আবিষ্কার হয়, বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত ইফতারি গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে। আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।
অনলাইন ইনকাম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url