পল্লী বিদ্যুৎ নতুন মিটারের জন্য অনলাইনে আবেদন

সম্মানিত পাঠক আপনারা অনেকেই পল্লী বিদ্যুৎ নতুন মিটারের জন্য অনলাইনে আবেদন, পল্লী বিদ্যুৎ নতুন মিটারের জন্য আবেদন খরচ কত, নতুন মিটারের জন্য অনলাইনে আবেদন করতে কি কি লাগে সে সম্পর্কে জানেন না। তাই আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনি আবেদন করলে পল্লী বিদ্যুৎ মিটার সহজেই পাবেন।
পল্লী বিদ্যুৎ নতুন মিটারের জন্য অনলাইনে আবেদন
এছাড়া আরও জানতে পারবেন পল্লী বিদ্যুৎ মিটার আবেদনের শর্তাবলী এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা সকলের এই উপকারে আসবে। এজন্য আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন।

ভূমিকা

তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিভিন্ন ধরনের সরকারি সেবা সহজেই পাওয়া যায়। ঘরে বসে অনলাইনে এখন পল্লী বিদ্যুৎ মিটারের জন্য আবেদন করা যাচ্ছে। তাই নতুন মিটার পেতে কোনো হয়রানি হতে হচ্ছে না। এমনকি সময় এবং শ্রম উভয়ই তেমন আর প্রয়োজন হচ্ছে না। নতুন বাড়ি ঘর বা দোকানপাট তৈরি করার পর আমাদের বিদ্যুতের প্রয়োজন হয়।

আগের দিনের পল্লী বিদ্যুৎ নতুন মিটারের জন্য আবেদন করতে হলে অফিসে অনেক ঘোরাঘুরি করতে হতো এমনকি দালালদের দ্বারা হয়রানির শিকার হতো অনেক মানুষ। অনেক টাকা পয়সাও খরচ হতো।
কিন্তু আপনি যদি ঘরে বসেই কেবলমাত্র মোবাইল ফোনের মাধ্যমে পল্লী বিদ্যুৎ নতুন মিটারের জন্য অনলাইনে আবেদন করেন তাহলে ৭ দিনের মধ‍্যেই মিটার আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে এবং সংযোগ করে দেওয়া হবে। চলুন এখন মেইন পয়েন্ট গুলোতে যাওয়া যাক।

নতুন মিটারের জন্য অনলাইনে আবেদন করতে কি কি লাগে

নতুন মিটারের জন্য অনলাইনে আবেদন করতে কিছু কাগজপত্রের প্রয়োজন হয়। আপনি যদি সরাসরি অফিসেও আবেদন করতে যান তাহলে এ সকল কাগজপত্রের দরকার হবে। নতুন মিটারের জন্য অনলাইনে আবেদন করতে সাধারণত যেসব কাগজপত্রের দরকার হয় তাহলো:
  • যিনি আবেদন করবেন তার নাম, স্থায়ী ঠিকানা এবং জাতীয় পরিচয় পত্র।
  • আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি।
  • আপনি জমির মালিক তার প্রমাণস্বরূপ জমির মালিকানার কাগজপত্র।
  • জমির কাগজপত্র না থাকলে নো অবজেকশন সার্টিফিকেট, অর্থাৎ অনাপত্তি পত্র এবং জমির মালিকের পরিচয়পত্র।
  • যেখানে সংযোগ নিবেন সেই স্থানের একটি ম্যাপ বা নকশা।
  • অনেক সময় ট্যাক্স প্রদান এর রশিদ প্রয়োজন হয়।
  • টিন সার্টিফিকেট এবং যোগাযোগের জন্য মোবাইল নাম্বার এবং ইমেইল ঠিকানা।
এলাকা ভেদে নিয়ম কিছুটা আলাদা হতে পারে। আবার অনেক সময় আরও কিছু তথ্য বা ডকুমেন্ট প্রয়োজন হতে পারে। তবে সাধারণত উপরোক্ত ডকুমেন্টগুলো দিয়েই আপনি পল্লী বিদ্যুৎ নতুন মিটারের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

পল্লী বিদ্যুৎ মিটার আবেদনের শর্তাবলী

পল্লী বিদ্যুৎ মিটার আবেদনের ক্ষেত্রে কিছু শর্ত অবশ্যই মানতে হবে। তা না হলে আপনি পল্লী বিদ্যুৎ মিটারের জন্য আবেদন করতে পারবেন না অথবা আবেদন করলেও আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না। সেসব শর্তাবলী গুলো হলো:
  • অবশ্যই আপনার বৈধ এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন সার্টিফিকেট থাকতে হবে।
  • জমির বৈধ কাগজপত্র যেমন খতিয়ান বা দাখিলা থাকতে হবে।
  • বাড়ি অথবা প্রতিষ্ঠানের মালিক যদি না হন তাহলে মালিকের পরিচয় পত্র এবং লিখিত অনুমতি প্রয়োজন হবে।
  • সক্রিয় যোগাযোগের ঠিকানা এবং যেখানে পল্লী বিদ্যুৎ মিটারের সংযোগ নিবেন সেই স্থানের স্কেচ জমা দিতে হবে।
  • সংযোগটি কি কারণে নিবেন এবং কি কি বৈদ্যুতিক যন্ত্র চলবে তা অবশ্যই উল্লেখ করতে হবে। কেননা সে অনুযায়ী লোড নির্ধারণ করা হয়।
  • নির্দিষ্ট পরিমাণ অবশ্যই আবেদন ফি এবং জামানত পরিশোধ করতে হবে। আপনি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এটি পরিশোধ করতে পারেন।
  • যেখান থেকে বৈদ্যুতিক সংযোগ নিবেন তার দূরত্ব এবং অবস্থান জানতে হবে।
  • নির্দিষ্ট স্থানের স্বাক্ষর এবং বিদ্যুৎ ব্যবহারের নীতিমালা মেনে চলতে হবে।
  • অনলাইনে আবেদন ফর্মে যেগুলো অনশনের পাশে লাল (*) চিহ্ন থাকবে সেগুলো অপশন অবশ্যই পূরণ করতে হবে।
পল্লী বিদ্যুৎ নতুন মিটারের জন্য অনলাইনে আবেদন করতে হলে উপরোক্ত শর্তগুলো মানা আবশ্যক।

পল্লী বিদ্যুৎ নতুন মিটারের জন্য অনলাইনে আবেদন

পল্লী বিদ্যুৎ নতুন মিটারের জন্য আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া নিচে ধাপে ধাপে আলোচনা করা হলো:

প্রথম ধাপ:

আবেদন করতে হলে প্রথমে আপনার কম্পিউটার অথবা মোবাইলে ইন্টারনেট সংযোগ এর প্রয়োজন হবে। তারপর যেকোনো একটি ব্রাউজারে গিয়ে www.rebpbs.com লিখে সার্চ করে ওয়েবসাইটে প্রবেশ করুন। অথবা উক্ত লিংকে ক্লিক করে প্রবেশ করতে পারেন।
প্রবেশ করলে প্রথমেই দেখতে পাবেন পল্লী বিদ্যুৎ নতুন মিটারের জন্য অনলাইনে আবেদন করার নিয়মাবলী। এটি ভালোভাবে পড়ে নিন।

দ্বিতীয় ধাপ:

এরপর আবেদনের জন্য বিভিন্ন তথ্য প্রদান করতে হবে। এ সকল তথ্য দিয়ে আবেদন করার জন্য আবেদন নামের অপশনে ক্লিক করুন। আপনাদের সুবিধার্থে নিচে ছবি দেওয়া হলো।
পল্লী বিদ্যুৎ নতুন মিটারের জন্য অনলাইনে আবেদন
আবেদনে ক্লিক করার পর একটি ফরম চলে আসবে। ফরম পূরণ করতে এই লিংকে ক্লিক করুন। প্রথমে আপনি ফরমে যে পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদন করবেন সেই সমিতির নাম সিলেক্ট করুন। এরপর আবেদনকারীর বিবরণ সঠিকভাবে পূরণ করতে হবে। জাতীয় পরিচয় পত্র দেখে দেখে এই ফরমটি পূরণ করতে হবে।

যেসব বাংলায় লিখতে বলবে সেগুলো বাংলায় লিখবেন এবং যেগুলো ইংরেজিতে লিখতে বলবে সেগুলো ইংরেজিতে লিখবেন। আবেদনকারীর সচল মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে। এছাড়া যারা সিটি কর্পোরেশন বা পৌরসভায় বসবাসকারীদের জন‍্য টিন সার্টিফিকেট নাম্বার প্রদান করতে হবে।

ডাকঘর, পোস্ট কোড সঠিকভাবে লিখবেন, এগিয়ে NID কার্ডের পেছনে লেখা থাকে, সে অনুযায়ী লিখবেন। এভাবে আপনার ঠিকানা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে ফরমটি পূরণ করতে হবে।

তৃতীয় ধাপ:

ফরম পূরণ করার পর ভালোভাবে দেখে নিন কোথাও ভুল তথ্য আছে কিনা। ভুল তথ্য থাকলে বানান ভুল থাকলে সেটি সঠিকভাবে লিখুন। তারপর ফরমের একবারে নিচে দেখবেন ছোট একটি ঘর রয়েছে সেখানে টিক চিহ্ন দিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির শর্তাবলীর সাথে একমত পোষণ করুন।
পল্লী বিদ্যুৎ নতুন মিটারের জন্য অনলাইন আবেদন
তারপর ক্যাপচা পূরণ করে "সংরক্ষণ করুন" বাটনে চাপ দিন। তাহলেই সাবমিট হয়ে যাবে। এরপর ডাউনলোড অপশনে চেপে ফরমটি ডাউনলোড করে নিন।

চতুর্থ ধাপ:

এরপর আপনাকে পোস্টিং নিশ্চিত করতে হবে তা না হলে আবেদনটি বাতিল বলে বিবেচিত হবে। তাই আবার হোমপেজে প্রবেশ করে "আবেদন" মেনু থেকে "হাউজ ওয়ারিং নিশ্চিত করুন" অপশনে প্রবেশ করতে হবে।
পল্লী বিদ্যুৎ নতুন মিটারের জন্য অনলাইনে আবেদন
এরপর ট্রেকিং নাম্বার এবং পিন নাম্বার দিয়ে লগইন করতে হবে। পূর্বের ফরম সাবমিট করলে সেখান থেকে ট্র্যাকিং নাম্বার এবং পিন নাম্বারটি পেয়ে যাবেন। তারপর আরেকটি ফরম চলে আসবে সেটি সিলেক্ট করবেন।

ফরমে ভালোভাবে আপনার ঠিকানা দিয়ে দিবেন যাতে পল্লী বিদ্যুৎ সমিতির লোকেরা আপনার লোকেশন জানতে পারে। এছাড়া অন্যান্য তথ্য সঠিকভাবে প্রদান করুন, তারপর ক্যাপচা পূরণ করে "সমর্পণ করুন" বাটনে ক্লিক করুন। তাহলে আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে।

পঞ্চম ধাপ:

আবেদন ফরম সম্পূর্ণভাবে পূরণ করা হয়ে গেলে আপনার বাড়িতে পরিদর্শনের জন্য ইলেকট্রিশিয়ান বা পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন আসবে। আপনার হাউস ওয়ারিং এবং আবেদন ঠিকঠাক আছে কিনা তারা সেটি চেক করবে। পরিদর্শন করার পর তারা অফিসে এসে রিপোর্ট দিয়ে দিবে।
তারপর আপনার মোবাইল নাম্বারে মেসেজ আসবে এবং সেখানে পল্লী বিদ্যুৎ নতুন মিটারের জন্য আবেদনের ফি পরিশোধ করতে বলা হবে। তারপর আপনি অনলাইনে প্রদান করলে ৭ থেকে ১৫ দিনের মধ্যে মিটার পেয়ে যাবেন। এভাবে খুব সহজেই ঘরে বসে পল্লী বিদ্যুৎ নতুন মিটারের জন্য অনলাইনে আবেদন করলে মিটার পেয়ে যাবেন।

পল্লী বিদ্যুৎ নতুন মিটারের জন্য আবেদন খরচ কত

পল্লী বিদ্যুৎ মিটার পেতে হলে আপনাকে কিছু নির্দিষ্ট ফি ও জামানত পরিশোধ করতে হবে। আবেদন করে যদি ফি পরিশোধ না করেন তাহলে আপনি মিটার পাবেন না।
  • আবেদন প্রক্রিয়া শুরু করার জন্য আবেদন ফি ১৫০ টাকা পরিশোধ করতে হবে।
  • পল্লী বিদ্যুৎ সমিতির সদস্য যদি হতে চান তাহলে ৫০ টাকা ফি দিতে হবে।
  • নিরাপত্তা জামানত – আবাসিক হলে প্রতি কিলোওয়াট এর জন্য ৪০০ টাকা এবং বাণিজ্যিক হলে ৮০০ টাকা দিতে হবে।
  • অনেক সময় পরিদর্শন ফি দিতে হয় ২৫০ টাকা।
  • এছাড়া লোড বেশি হলে এবং বৈদ্যুতিক খুঁটি থেকে আপনার সংযোগস্থল দূরে হলে খরচ বেশি হতে পারে।

FAQ: আর্টিকেল সম্পর্কিত কিছু প্রশ্ন এবং উত্তর

১. পল্লী বিদ্যুৎ নতুন মিটারের জন্য অনলাইনে আবেদন করতে না পারলে কি করব?

উত্তর: কোনো কারণে অনলাইনে আবেদন করতে অক্ষম হলে সরাসরি পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে আবেদন করুন। অফিস সহকারীরা আবেদন করতে আপনাকে সাহায্য করবে।

২. আবেদনের কতদিন পর মিটার পাওয়া যায়?

উত্তর: সাধারণত ৭ থেকে ১৫ দিন লাগে পল্লী বিদ্যুৎ মিটার আবেদনের প্রক্রিয়া শেষ করতে। তবে কোনো কারণবশত সময় পরিবর্তন হতে পারে। অনেক সময় মিটার ৩ দিনের মধ্যেও পাওয়া যায়, আবার অনেক সময় এক মাস পর্যন্তও দেরি হয়।

৩. আমি কি মোবাইল দিয়ে আবেদন করতে পারব?

উত্তর: হ‍্যাঁ। আপনার মোবাইলে যদি ইন্টারনেট সংযোগ থাকে তাহলে আপনি ঘরে বসে মোবাইল ফোন দিয়ে ই পল্লী বিদ্যুৎ মিটারের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই স্মার্ট ফোন হতে হবে। বাটন মোবাইল দিয়ে আবেদন করা যায় না।

উপসংহার

নতুন মিটারের জন্য আবেদন প্রক্রিয়া আগের চেয়ে অনেক সহজ হয়ে গেছে। আমাদের দেখানো নিয়ম অনুযায়ী আবেদন করলে আপনার আবেদন গ্রহণযোগ্য হবে। এছাড়া আবেদন করার সময় কোনো সমস্যায় পড়লে এই আর্টিকেলের নিচে কমেন্ট করুন আমরা দ্রুত সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব।

সম্মানিত পাঠক আশা করি আপনি পল্লী বিদ্যুৎ নতুন মিটারের জন্য অনলাইনে আবেদন করার নিয়ম সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়েছেন। আমাদের আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অনলাইন ইনকাম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url