সান্ডা ও গুইসাপ এর মধ্যে পার্থক্য কি?

পৃথিবীতে রয়েছে বিভিন্ন ধরনের জানা-অজানা অসংখ্য প্রাণী। অনেক প্রাণী সম্পর্কেই আমরা জানিনা। বর্তমানে বেশ আলোচিত একটি প্রাণী হচ্ছে সান্ডা। অনেকে জানেন না সান্ডা কি, সান্ডা ও গুইসাপ এর মধ্যে পার্থক্য কি, সান্ডা আর গুইসাপ কি এক, সান্ডা কি খায়, গুইসাপ কি খায় ইত্যাদি সম্পর্কে।
সান্ডা ও গুইসাপ এর মধ্যে পার্থক্য কি
আজকে আমরা বর্তমানে আলোচিত সান্ডা নিয়ে বিস্তারিত আলোচনা করব, যার মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত উত্তর গুলো পেয়ে যাবেন। উপরোক্ত টপিকগুলো সহ সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে এই পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন।

ভূমিকা

পৃথিবীতে যে কত প্রাণী বসবাস করছে সে সম্পর্কে সাধারণ মানুষের কোনো ধারণাই নেই। কেননা সকল প্রাণী সম্পর্কে জানা একজন সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। বর্তমানে আলোচিত একটি প্রাণীর নাম হলো সান্ডা। এই প্রাণীকে অনেকেই গুইসাপের সঙ্গে তুলনা করছেন।

ভাবছেন গুইসাপ-ই মনে হয় সান্ডা। তাদেরও ধারণা সম্পূর্ণ ভুল। কেননা সান্ডা ও গুইসাপ এর মধ্যে পার্থক্য রয়েছে। দেখতে কিছুটা একই হলেও এদের জীবনধারা সম্পূর্ণ আলাদা। বেশ কিছুদিন পূর্বে বাংলাদেশী একজন প্রবাসী সৌদি আরবে সান্ডার ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন।

তারপরেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং মানুষের সান্ডা সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয়। কেননা এটি বাংলাদেশের গুইসাপের মতো দেখতে। তো চলুন আর বেশি কথা না বলে সান্ডা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

সান্ডা কি

সান্ডা টিকটিকির মতো একধরনের সরীসৃপ প্রাণী। এই প্রাণীটিকে নিয়ে বিভিন্ন ধরনের কথা সমাজে প্রচলিত রয়েছে। বাংলাদেশে এই প্রাণীটি আগে পরিচিত ছিল না। কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সান্ডা কি সে সম্পর্কে অনেকেই জানেন। সান্ডা দেখতে অনেক লম্বাটে, এর মাথা চ্যাপ্টা এবং লম্বা লেজ রয়েছে, আর এদের শরীরের রঙ ধূসর বর্ণের হয়ে থাকে।

এরা বিভিন্ন ঝোপঝাড়ে লুকিয়ে থাকে। সান্ডা তৃণভোজী প্রাণী হলেও এরা মাঝেমধ্যে ছোট ছোট পোকামাকড় এবং টিকটিকি শিকার করে খায়। এই প্রাণীটি পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই একে দেখে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এছাড়া এই প্রাণীটি অনেক শান্ত স্বভাবের।

সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষকে দেখা যায় সান্ডা কে হাতে নিয়ে খেলা করতে। এছাড়া এই প্রাণীর তেল বা চর্বি খেলে নাকি পুরুষের শক্তি বাড়ে বলে অনেকেই ধারণা করে থাকেন, যদিও এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়।

সান্ডা ও গুইসাপ এর মধ্যে পার্থক্য কি

সান্ডা মরুভূমি অঞ্চলের একটি প্রাণী। আর গুইসাপ বিভিন্ন সাঁতরাতে অঞ্চলে দেখা যায়, বিশেষ করে এরা নদী-নালা, খাল বিল বা জলাশয়ের আশেপাশে বসবাস করতে পছন্দ করে। গুইসাপ কে বলা হয় ওয়াটার মনিটর লিজার্ড।
সান্ডা ও গুইসাপ এর মধ্যে পার্থক্য
সান্ডা আর গুইসাপ দেখতে কিছুটা একই রকম হলেও স্বভাব এবং বৈশিষ্ট্যের দিক থেকে এদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। সান্ডা ও গুইসাপ এর মধ্যে পার্থক্য নিচে বিস্তারিত তুলে ধরা হলো। এছাড়া সান্ডা এবং গুইসাপের ছবি উপরে দেওয়া হয়েছে যার মাধ্যমে আপনি সহজেই এদের মধ্যে পার্থক্যটি বুঝতে পারবেন।

সান্ডা:

সান্ডা গুই সাপের মতো বড় হয় না। এটি লম্বায় সাধারণত দুই থেকে তিন ফুট পর্যন্ত হয়ে থাকে। এদের চামড়া অনেক নরম এবং এর মাথা কিছুটা চ্যাপ্টা আকৃতির হয়। সান্ডার গায়ের রং বাদামী বা ধূসর এবং এর ভেতর কালো ছোপ ছোপ দাগ থাকে। এরা মানুষের থেকে আড়ালে থাকতেই ভালোবাসে।

সান্ডা ধীরে ধীরে চলাচল করে। এদের বাসস্থান গাছের কোণা, শুকনো মাটির গর্ত এবং ঝোপঝাড়। অনেকেই এদের মাংস খেয়ে থাকে। সান্ডা কোনো বিষধর প্রাণী নয়, এরা মানুষকে আক্রমণ করে না। এরা লতাপাতা খেয়ে বেঁচে থাকে এবং মাঝেমধ্যে ছোট পোকামাকড় এবং পাখির ডিম খায়।

গুইসাপ:

ওয়াটার মনিটর অর্থাৎ গুইসাপ বাংলাদেশে মাঝে মধ্যেই দেখা যায় বিভিন্ন জলাশয়ের মধ্যে বা আশেপাশে। এটি আকারে বেশ বড় হয়। এটির দৈর্ঘ্য পাঁচ থেকে সাত ফুট পর্যন্ত হয়। গুইসাপ অনেক বেশি বহুল এবং এদের চামড়া অনেক শক্ত হয়ে থাকে।

এদের গায়ের রং গাঢ় ধূসর, কালো রঙের হয়ে থাকে। এরা পানিতে খুবই দ্রুত সাঁতার কাটতে পারে। এছাড়া স্থলেও এরা অনেক জোরে ছুটতে পারে। এরা মাছ ব্যাঙ এবং ছোট ছোট অন্যান্য প্রাণী শিকার করে খায়।

সান্ডা আর গুইসাপ কি এক

অনেকেই প্রশ্ন করে থাকেন সান্ডা আর গুইসাপ কি এক? এই প্রশ্নের জবাব আশা করি উপরের আলোচনার মাধ্যমে আপনি জানতে পেরেছেন। সান্ডা আর গুইসাপ এক প্রাণী নয়। তাই গুইসাপকে সান্ডা ভেবে আবার কেউ খেতে যাবেন না। অনেক আলেমের মতে সান্ডা খাওয়া হালাল এবং গুইসাপ খাওয়া হারাম, যা বিভিন্ন হাদিসের মাধ্যমে প্রমাণিত।

সান্ডা কি খায়

সান্ডা কি খায় সে সম্পর্কেও অনেকে জিজ্ঞাসা করে থাকেন। এদের প্রধান খাদ্য হলো ছোট ছোট গাছপালার অংশ, বিভিন্ন ফল, কীটপতঙ্গ, ডিম, ছোট প্রাণী, লার্ভা এবং পোকামাকড়। পোকামাকড়ের মধ্যে এরা পিঁপড়া, বিটল পোকা, ঘাস-ফড়িং ইত্যাদি ছোট ছোট পোকা শিকার করে খায়।

কোনো গাছে বা মাটিতে যদি ডিম পায় তাহলে তারা খেয়ে ফেলে। অনেক সময় টিকটিকি ছোট ধরনের ব্যাঙ এবং শুঁয়োপোকা খেয়ে থাকে। উদ্ভিদ থেকে প্রাপ্ত বিভিন্ন খাবার এরা খেয়ে থাকে।

মজার ব্যাপার হলো সান্ডা জিহ্বা দ্বারা খাবার কোথায় আছে তা খুঁজে বের করতে পারে। এরা চুপিসারে পাতার নিচে গর্তে লুকিয়ে থাকে এবং শিকার আসা মাত্রই ধরে ফেলে।

গুইসাপ কি খায়

আপনারা নিশ্চয়ই গুইসাপ দেখেছেন। কিন্তু হয়তো জানেন না গুইসাপ কি খায়। গুই সাপের প্রধান খাদ্য পোকামাকড়, ছোট প্রাণী এবং হচ্ছে মাছ। এরা মাছ খেতে খুবই ভালোবাসে। নদীতে, পুকুরে এরা সাঁতার কেটে মাছ ধরে খায়।

এরা ছোট প্রাণীদের মধ্যে যারা উভচর প্রাণী রয়েছে তাদেরকে শিকার করে, যেমন ব‍্যাঙ, ট‍্যাডপোল ইত্যাদি। এরা ইঁদুর, পাখি, খরগোশ এমনকি বড় বড় সাইজের গুইসাপ বা মনিটর লিজার্ড ছাগল শিকার করেও খায়। বিভিন্ন প্রাণীর মৃতদেহ থেকে এরা মাংস খায়। এছাড়া গুইসাপ বিভিন্ন প্রাণীর ডিম খেয়ে থাকে।

FAQ: সান্ডা ও গুইসাপ এর মধ্যে পার্থক্য সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর

১. সান্ডা এবং গুইসাপ কি বিষাক্ত?

উত্তর: না। সান্ডা এবং গুইসাপ বিষাক্ত নয়, তবে এদের লালায় ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকতে পারে। বিশেষ করে গুইসাপ কামড় দিলে ক্ষতস্থান সংক্রমণ হতে পারে। তবে সান্ডা এবং গুইসাপ মানুষকে আক্রমণ করতে দেখা যায় না।

২. সান্ডা কোথায় পাওয়া যায়?

উত্তর: সান্ডা দক্ষিণ এশিয়ায় এবং মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে সবচেয়ে বেশি পাওয়া যায়। এরা উষ্ণ এবং শুষ্ক অঞ্চলে বসবাস করে। মানুষের ফসলের জমি, খেত খামার এবং ঝোপঝাড়ের আশেপাশে এরা গর্ত করে বসবাস করে। সান্ডা স্থলচল প্রাণী।

৩. সান্ডা এবং গুইসাপ কত বছর পর্যন্ত বাঁচে?

উত্তর: সান্ডা এবং গুইসাপ অনেক বছর বেঁচে থাকে। সান্ডার চেয়ে গুইসাপ বেশি বছর বাঁচে। বন‍্য পরিবেশে সান্ডা ৮ থেকে ১০ বছর পর্যন্ত বাঁচে এবং গুইসাপ ১৫ থেকে ২০ বছর পর্যন্ত বাঁচতে পারে।

লেখকের মন্তব্য

সান্ডা এবং গুইসাপ উভয় প্রাণী পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ। তাই এ সকল প্রাণী মেরে ফেলা বা শিকার করা মোটেও উচিত নয়।

এছাড়া অনেক দেশে এসকল প্রাণী হত্যা করা দণ্ডনীয় অপরাধ। তাই সতর্ক থাকুন। সান্ডা ও গুইসাপ এর খাদ্যাভ্যাস, আকার আকৃতি, বাসস্থান, আচার-আচরণ সবই আলাদা। আশা করি এদের মধ্যে পার্থক্য গুলো আপনি বুঝতে পেরেছেন।

প্রিয় পাঠক বন্ধুরা, আপনাকে আমরা জানালাম সান্ডা ও গুইসাপ এর মধ্যে পার্থক্য কি, সান্ডা কি খায়, গুইসাপ কি খায় ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে। আশা করি আপনি অনেক উপকৃত হয়েছেন। আরও কিছু জানতে চাইলে নিচে কমেন্ট করতে পারেন, ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অনলাইন ইনকাম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url