Dxn ganozhi soap এর উপকারিতা এবং ব্যবহারের নিয়ম
খুশকি দূর করার শ্যাম্পু বাংলাদেশসম্মানিত পাঠক আপনারা নিশ্চয়ই ডিএক্সএন (DXN) কোম্পানির নাম শুনেছেন। অনেকেই dxn ganozhi soap এর উপকারিতা, dxn ganozhi soap এর পার্শ্বপ্রতিক্রিয়া, dxn ganozhi soap ব্যবহারের নিয়ম ইত্যাদি সম্পর্কে জানতে চেয়েছেন। তাই আজকে ডিএক্সএন সাবান সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
উপরোক্ত টপিকগুলো ছাড়াও আরও জানতে পারবেন Dxn সাবান এর দাম কত, ডিএক্সএন সাবান কোথায় পাওয়া যায় ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে। আপনি যদি ডিএক্সএন সাবান সম্পর্কে জানতে চান তাহলে আপনার আজকের এই আর্টিকেলটি পড়াই যথেষ্ট। তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়ুন।
ভূমিকা
যারা অর্গানিক সাবান খোঁজাখুঁজি করে থাকেন তাদের জন্য ডিএক্সএন গ্যানোঝি সাবান (dxn ganozhi soap) সেরা হতে পারে। কেননা এই সাবান ক্ষতিকর কেমিক্যাল মুক্ত। বাজারে অনেক কেমিক্যাল যুক্ত সাবান পাওয়া যায়, যা শরীরের ত্বকে খুবই মারাত্মক প্রভাব ফেলতে পারে।
এমনকি অনেক সাবানে শূকরের চর্বি ও ব্যবহার করা হয়। কিন্তু ডিএক্সএন গ্যানোঝি সাবান একটি হালাল প্রোডাক্ট। এতে শূকরের চর্বি ব্যবহার করা হয় না। তাই যারা মুসলিম ভাই-বোন রয়েছেন তারা এই সাবানটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুন আপেলিন সিরাপ খেলে কি মোটা হয়
তবে dxn ganozhi soap এর উপকারিতা এবং পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে ব্যবহারের আগে জেনে নেওয়া ভালো। চলুন আর বেশি দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক।
dxn ganozhi soap এর উপকারিতা
অন্যান্য সাধারণ সাবানের তুলনায় dxn ganozhi soap এর উপকারিতা অনেক বেশি। কেননা এটি একটি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হারবাল সাবান। dxn ganozhi soap এর মূল উপাদান হলো গ্যানোডার্মা বা লিংঝি বা রিশি মাশরুম, গ্লিসারিন এবং পাম-ওয়েল।
এই সাবানটি ব্যবহার করলে তক গভীর থেকে পরিষ্কার হয় তাকে পুষির অভাব দূর হয় এবং দীর্ঘক্ষণ ধরে সৌন্দর্য ধরে রাখতে সাহায্য করে। এই সাবানটিতে রয়েছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের কোষ গুলোকে সুরক্ষা দেয় এবং পুনর্গঠনে সাহায্য করে। dxn ganozhi soap এর উপকারিতা গুলো নিচে বিস্তারিত তুলে ধরা হলো:
- ১. ডিএক্সএন সাবান ত্বক সফট, মসৃণ এবং উজ্জ্বল করে। ত্বকের ভেতর থেকে সকল ময়লা দূর করতে পারে। ত্বকের মৃত কোষগুলো দূর করে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে পারে।
- ২. আমাদের অনেকেরই রোদে কাজ করার জন্য ত্বক নষ্ট হয়ে যায়। সঠিক নিয়মে dxn ganozhi soap ব্যবহার করলে হারিয়ে যাওয়া প্রাকৃতিক আর্দ্রতা ফিরিয়ে আনতে সাহায্য করে।
- ৩. রোদে পোড়া দাগ এবং কালো কালো ছাপ দূর করতে দিয়েছেন ডিএক্সএন সাবান ভালো কাজ করে।
- ৪. dxn ganozhi soap এর উপকারিতা হলো এতে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান। তাই ক্ষতিকর ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে, ব্রণ দূর করে এবং ত্বকের যাবতীয় সমস্যা দূর করতে সাহায্য করে।
- ৫. যেহেতু এই সাবানে কোনো ক্ষতিকর কেমিক্যাল নেই এবং এটি সম্পূর্ণ হারবাল জাতীয় সাবান, তাই এটি সেনসিটিভ স্কিনেও ব্যবহার করতে পারবেন।
- ৬. Dxn সাবানে রয়েছে গ্যানোডার্মা মাশরুমের নির্যাস। এটি একটি ঔষধি গুণসম্পন্ন মাশরুম। এতে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট এবং রয়েছে অ্যান্টি-এজিং উপকারিতা। যার কারণে এই সাবান ব্যবহার করলে বার্ধক্য জনিত সমস্যা দূর হয়। ত্বকের কোষ নতুনভাবে গঠনে সাহায্য করে, ত্বক টানটান হয় এবং বয়সের ছাপ দূর করতে খুব ভালো কাজ করে।
- ৭. এই সাবান সকল প্রকার স্ক্রিনে ব্যবহার করা যায়। Dxn এর দাবি হলো, এই সাবানটি অ্যালার্জির সমস্যাও দূর করতে পারে।
dxn ganozhi soap এর পার্শ্বপ্রতিক্রিয়া
উপকারিতার পাশাপাশি dxn ganozhi soap এর পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে। তাই এই সাবান ব্যবহারে অবশ্যই সতর্কতা অবলম্বন করা জরুরী। dxn ganozhi soap এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তুলে ধরা হলো:
- ১. যাদের ত্বক অতিরিক্ত সেনসিটিভ এবং পাতলা তারা এই সাবান ব্যবহার করলে অনেক সময় জ্বালাপোড়া এবং লাল র্যাশ দেখা দিতে পারে।
- ২. সেনসিটিভ এবং পাতলা স্কিনে dxn ganozhi soap এর পার্শ্বপ্রতিক্রিয়া বেশি লক্ষ্য করা যায়। কেননা যাদের স্কিন পাতলা তারা যদি অতিরিক্ত এই সাবানটি ব্যবহার করে, তাহলে ত্বকের প্রাকৃতিক তেল একদমই কমে যায় এবং ত্বক সুস্থ হয়ে গিয়ে ত্বকের লাবণ্যতা নষ্ট হয়।
- ৩. কারো কারো ক্ষেত্রে দেখা গেছে এই সাবানটি ব্যবহার করার পর ব্রণের সমস্যা সহ ত্বকে লাল লাল ভাব দেখা দিয়েছে। সাধারণত ত্বক যদি গ্যানোডার্মা এবং পাম-ওয়েল মানিয়ে না নিতে পারে তখন এসব সমস্যা দেখা দেয়।
- ৪. প্রতিদিন অতিরিক্ত পরিমাণ dxn ganozhi soap ব্যবহার করলে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যেতে পারে এবং অনেক সময় জ্বালাপোড়াও করতে পারে। তাই নিয়ম মেনে এই সাবানটি ব্যবহার করা উচিত।
মূলত অতিরিক্ত ব্যবহারের কারণে এই সাবানের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। তাই নিয়ম মেনে ব্যবহার করতে হবে। আর বাচ্চাদের ত্বকে ব্যবহার করার পূর্বে প্যাচ টেস্ট করে নিতে পারেন।
dxn ganozhi soap ব্যবহারের নিয়ম
ডিএক্সএন গ্যানোঝি সাবান (dxn ganozhi soap) ব্যবহারের নিয়ম রয়েছে। নিয়ম মেনে ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন। আমরা অনেক সময় বিভিন্ন কাজে বাহিরে গিয়ে থাকি। সে সময় আমাদের ত্বকে রোদ এসে পড়ে এবং বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। এ সকল সমস্যা থেকে বাঁচার জন্য বাহিরে যাওয়ার পূর্বে এবং ঘরে ফিরে ডিএক্সএন গ্যানোঝি সাবান ব্যবহার করতে হবে।
আবার যাদের ত্বকে ব্রণ, বিভিন্ন কালো দাগ এবং বিভিন্ন সমস্যা রয়েছে তারা প্রথমে ত্বক ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিন। তারপর ডিএক্সএন সাবান মুখে লাগিয়ে দুই মিনিট ম্যাসাজ করুন, তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
যাদের ত্বক অতিরিক্ত শুষ্ক পূর্ব থেকেই, তারা এই সাবানটি ব্যবহার করার পর ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করতে পারেন। প্রতিদিন সকালে একবার এবং রাতে একবার সাবানটি ব্যবহার করুন। এছাড়া গোসলের সময় ব্যবহার করতে পারেন।
তবে খেয়াল রাখবেন অতিরিক্ত এবং দীর্ঘ সময় ধরে মুখে লাগিয়ে বসে থাকা মোটেও উচিত নয়। এই সাবানটি নারী-পুরুষ উভয়ই ব্যবহার করতে পারবেন। আশাকরি dxn ganozhi soap ব্যবহারের নিয়ম বুঝতে পেরেছেন।
Dxn সাবান এর দাম কত | DXN Ganozhi Soap price in bangladesh
বাংলাদেশে বর্তমানে Dxn সাবান জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকেই Dxn সাবান এর দাম কত সে সম্পর্কে জানেন না। তাই এখন আমরা Dxn সাবান এর দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। Dxn সাবান এর দাম হলো ৩৬০ টাকা। তবে অনেকে রয়েছে যাদের কাছে থেকে অনেক গুলো সাবান কিনলে আপনি ডিসকাউন্ট পেতে পারেন।
অনেকেই ডিসকাউন্ট দিয়ে ৩০০ টাকাতেও এই সাবান বিক্রি করে থাকে। Dxn সাবান এর দাম অনেক সময় কমে যায়, আবার অনেক সময় বৃদ্ধি হয়। তাই কেনার আগে সঠিক দাম জানার জন্য নিকটস্থ কোনো Dxn অফিসে যোগাযোগ করতে পারেন।
ডিএক্সএন সাবান কোথায় পাওয়া যায়
ডিএক্সএন সাবান কোথায় পাওয়া যায় সে সম্পর্কেও অনেকেই জানেন না। ডিএক্সএন সাবান যেকোনো দোকানে বিক্রি করা হয় না। ১৯০ টি এর বেশি দেশে Dxn এর প্রোডাক্ট পাওয়া যায়। বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে ডিএক্সএন এর ব্রাঞ্চ বা অফিস রয়েছে। আপনি গুগল ম্যাপে ডিএক্সএন অফিস লিখে সার্চ দিলে খুব সহজেই অফিসের ঠিকানা এবং মোবাইল নাম্বার জানতে পারবেন।
আরও পড়ুন ইলিশ মাছের ডিম কোথায় পাওয়া যায়
তারপর অফিসে গিয়ে ডিএক্সএন সাবান পেয়ে যাবেন। এছাড়া আপনি অনলাইনেও খুব সহজেই পেয়ে যাবেন, যদি আপনি ফেসবুক ব্যবহারকারী হয়ে থাকেন। কেননা বিভিন্ন গ্রুপে ডিএক্সএন কোম্পানির মেম্বাররা এই সাবান সহ বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে থাকে। তাদের মাধ্যমে অনলাইনে আপনি চাইলে অর্ডার করতে পারেন।
FAQ: dxn ganozhi soap এর উপকারিতা, পার্শ্বপ্রতিক্রিয়া এবং ব্যবহারের নিয়ম সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর
১. ডিএক্সএন গ্যানোঝি সাবানের উপকারিতা গুলো কি কি?
উত্তর: ডিএক্সএন গ্যানোঝি সাবানের উপকারিতা গুলো হলো:
- ত্বক নমনীয় এবং সুন্দর করে তোলে।
- ব্রণ, ময়লা, তেল এবং অ্যালার্জি দূর করতে সাহায্য করে।
- ত্বকের মৃত কোষ দূর করে পুনর্গঠনে সাহায্য করে, যার কারণে বয়সের ছাপ দূর হয়।
- অতিরিক্ত সেনসিটিভ ত্বক ছাড়া সকল ত্বকেই ব্যবহারযোগ্য।
- এই সাবানে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা রোদের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দেয়।
- এই সাবানে রয়েছে ঔষধি গুণসম্পন্ন মাশরুমের নির্যাস।
২. ব্রণ দূর করার জন্য কিভাবে ডিএক্সএন সাবান ব্যবহার করব?
উত্তর: ডিএক্সএন সাবান ব্রণ দূর করতে সাহায্য করে যদি সেটি ময়লা এবং ধুলাবালির কারণে হয়। অনেক সময় হরমোনের পরিবর্তনের কারণে মুখে ব্রণের সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে ডিএক্সএন সাবান ব্যবহার করলে ব্রণ সহ ব্রণের দাগ দূর কতে সাহায্য করে।
এছাড়া মুখে ব্যাকটেরিয়ার আক্রমণেও ব্রণ হতে পারে। এসকল সমস্যা দূর করতে নিয়মিত সকালে এবং রাতে ডিএক্সএন সাবান ২-৩ মিনিট মুখে লাগিয়ে ম্যাসাজ করুন এবং ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। তাহলে ব্রণের যাবতীয় সমস্যা দূর হবে।
৩. ডিএক্সএন কোন দেশের কোম্পানি?
উত্তর: ডিএক্সএন মালয়েশিয়ান কোম্পানি। এটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠা করা হয়েছে।
লেখকের মন্তব্য
সম্মানিত পাঠক আমি নিজেও একসময় ডিএক্সএন কোম্পানির সদস্য ছিলাম এবং dxn ganozhi soap ব্যবহার করে দেখেছি। আমার ডিএক্সএন আইডি নাম্বার 824422218। আমার dxn ganozhi soap ব্যবহারের অভিজ্ঞতা রয়েছে। সাবানটি উপকারী, বিশেষ করে আমার ত্বক সফট এবং নরম করেছে, কালো দাগ দীর্ঘদিন ব্যবহারে অনেকটাই কমেছে।
তবে এই সাবান ব্যবহার করে আমার ত্বকে ব্রণ হয়েছিল। যাইহোক dxn ganozhi soap এর উপকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া উভয়ই রয়েছে। আপনি কয়েকবার এই সাবান ব্যবহার করে দেখতে পারেন এটি আপনার জন্য উপযুক্ত কিনা। ত্বকের সাথে মানালে সঠিকভাবে ব্যবহার করতে অনেক উপকারিতা পাবেন আশাকরি। তবে এই সাবানটির দাম তুলনামূলক বেশি।
এই দামে এই সাবানের অনেক বিকল্প সাবান বাজারে পাওয়া যায়। সম্মানিত পাঠক dxn ganozhi soap সম্পর্কে জানানোই ছিল আমাদের মূল উদ্দেশ্য।
আশাকরি আপনি dxn ganozhi soap এর উপকারিতা, dxn ganozhi soap এর পার্শ্বপ্রতিক্রিয়া, dxn ganozhi soap ব্যবহারের নিয়ম, Dxn সাবান এর দাম কত, ডিএক্সএন সাবান কোথায় পাওয়া যায় ইত্যাদি সম্পর্কে বুঝতে পেরেছেন। আর্টিকেলটি কেমন লাগল নিচে কমেন্ট করে জানাবেন।
অনলাইন ইনকাম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url