জানাজার নামাজের দোয়া সমূহ pdf বাংলা অর্থ সহ এবং নিয়ত আরবিতে

গর্ভাবস্থায় মরিয়ম ফুলের ব্যবহারসম্মানিত পাঠক আপনি কি জানাজার নামাজের দোয়া সমূহ pdf, জানাজার নামাজের নিয়ত আরবিতে, জানাজার নামাজের দোয়া বাংলা অর্থ সহ, জানাজার নামাজের দোয়া সমূহ আরবিতে, মহিলাদের জানাজার নামাজের দোয়া সম্পর্কে অনলাইনে খোঁজাখুঁজি করছেন? তাহলে এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।
জানাজার নামাজের দোয়া সমূহ pdf
কেননা এখানে আজকে আমরা জানাজার নামাজের তৃতীয় দোয়া, জানাজার নামাজের চতুর্থ দোয়া সহ জানাজার নামাজের সকল প্রকার দোয়া নিয়ে আলোচনা করব। সকল দোয়া প্রত্যেক মুসলিমের জন্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভূমিকা

ইসলামী শরীয়তের দৃষ্টিতে জানাজার নামাজ আদায় করা ফরজ (ফরজে কেফায়া)। যখন কোনো মুসলমান ব‍্যক্তি মারা যান তখন তাকে উত্তম ভাবে গোসল করানো হয়। এরপর জানাজার সালাত আদায় করা হয় এবং সবশেষে তাকে কবরে দাফন করা হয়। যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে তখন তার জন্য দোয়া করা খুবই জরুরী একটি কাজ।

কেননা মানুষ মারা গেলে নতুন করে কোনো কাজ সে আর করতে পারেনা। আল্লাহর কাছে ক্ষমা ও প্রার্থনা করতে পারে না কোনো মৃত ব্যক্তি। মৃত ব্যক্তিরা খুবই অসহায় হয়ে পড়ে। তাই তাদের জন্য বেশি বেশি দোয়া করা উচিত। বিশেষ করে জানাজার নামাজ এক প্রকার দোয়া।

এটি সকল মুসলমানের জন্য ফরজ না হলেও কোনো এলাকার সকল মানুষ যদি আদায় না করে তাহলে সকলকে গুনাহগার হতে হবে। সুতরাং এটি ফরজে কেফায়া এর অন্তর্ভুক্ত।
মৃত ব্যক্তির জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করার এক অন্যতম সুযোগ হচ্ছে জানাজার নামাজ। কিভাবে কি কি দোয়া করতে হবে সে সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো। চলুন এখন মূল আলোচনায় যাওয়া যাক।

জানাজার নামাজের দোয়া সমূহ pdf

জানাজার নামাজের দোয়া সমূহ pdf আকারে অনেকেই মোবাইলে ডাউনলোড করে রাখতে চান। আমরা অনেক সময় বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকি, তাই জানাজার নামাজের দোয়া সমূহ মুখস্থ করার সময় পাইনা।

তাই আপনি এই pdf ডাউনলোড করে রাখতে পারেন যাতে যে কোনো সময় সহজে মুখস্থ করে নিতে পারেন। জানাজার নামাজের দোয়া সমূহ pdf ডাউনলোড করুন নিচের লিংকে ক্লিক করে।
এখানে আরবি, আরবি উচ্চারণ এবং বাংলা অর্থসহ দোয়া আছে, তাই এটি আপনার জন্য মুখস্থ করা অনেক সহজ হয়ে যাবে। প্রতিদিন কয়েকবার করে এই pdf টি দেখে দোয়া গুলো পড়বেন। অবশ্যই আরবিতে মুখস্থ করার জন্য চেষ্টা করবেন।

কেননা অনেক সময় উচ্চারণ গুলো বাংলায় সঠিকভাবে করা যায় না। জানাজার নামাজের দোয়া সমূহ pdf এ যেগুলো রয়েছে সেগুলো জানাজার নামাজে পড়া সুন্নাত। তাই এগুলোকে বেশি গুরুত্ব দিন।

জানাজার নামাজের নিয়ত আরবিতে

জানাজার নামাজের নিয়ত আরবিতে পড়া অনেকেই জরুরী মনে করে থাকেন। কিন্তু জানাজার নামাজের নিয়ত আরবিতে পড়া জরুরী নয়। কেননা নিয়ত মানে হলো মনে মনে সংকল্প করা। আপনি যখন জানাজার সালাত আদায় করবেন বলে মনে মনে সংকল্প করেছেন তখনই আপনার নিয়ত হয়ে গেছে।

নতুন করে আর নিয়ত করার কোনো প্রয়োজন নেই। তবুও নামাজের ঠিক পূর্বে নিয়ত করে নেওয়াই ভালো। সেক্ষেত্রে আপনি মনে মনে বলতে পারেন: আমি কিবলামুখী হয়ে ইমামের অনুসরণ করছি এবং জানাজার ফরজ সালাত (ফরজে কেফায়া) আদায় করছি চার তাকবীরে।

এরপর ইমাম সাহেব নামাজ শুরু করলে আপনিও আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন। তবে যেহেতু আপনারা আরবিতে নিয়ত পড়লেও কোনো সমস্যা নেই, কিন্তু এটি আবশ্যক নয়।

জানাজার নামাজের নিয়ত আরবিতে বাংলা অর্থ সহ দেওয়া হলো। নিচে একটি ছবি দেওয়া হলো যেখানে সুন্দর ভাবে জানাজার নামাজের নিয়ত আরবিতে দেওয়া আছে।
জানাজার নামাজের নিয়ত আরবিতে
এই ছবিতে সুন্দর এবং স্পষ্টভাবে বাংলা উচ্চারণ সহ জানাজার নামাজের নিয়ত দেওয়ার আছে। তারপরেও আরবিতে জানাজার নামাজের নিয়ত নিচে বলা হলো:

জানাজার নামাজের নিয়ত আরবিতে: নাওয়াইতু আন উআদ্দিয়া আরবায়া তাকবিই-রো-তী ছোলা-তিল জানা-যাতি ফারদুল কিফা-য়াতি আছছানা-উ লিল্লাহি তায়ালা ওয়াছ ছোলা-তু আলান্নাবিয়‍্যি ওয়াদদুআ-ঊ লিহা-যাল মাইয়‍্যিতি ইক্তেদাইতু বিহা-যাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারীফাতি, আল্লাহু আকবার।

জানাজার নামাজের আরবি নিয়তের অর্থ: আমি মহান আল্লাহ তাআলার প্রশংসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ এবং ইমামের পিছনে দাঁড়িয়ে ফরজে কেফায়া নামাজে জানাজা আদায় করছি। আল্লাহু আকবার।
আরেকটি বিষয় হলো যদি মৃত ব্যক্তি কোনো মহিলা হয়ে থাকেন তাহলে জানাজার নামাজের আরবি নিয়তে "লি হা-যাল মায়‍্যিতি" এর পরিবর্তে বলতে হবে "লি হা-যিহিল মায়‍্যিতি"।

জানাজার নামাজের দোয়া বাংলা অর্থ সহ

জানাজার নামাজের দোয়া বাংলা অর্থ সহ জানা খুবই গুরুত্বপূর্ণ। শুধু জানাজার নামাজের দোয়া বাংলা অর্থ সহ জানলেই হবে না, বরং যেকোনো আরবি দোয়ার ক্ষেত্রে বাংলা অর্থ জানা প্রয়োজন। নিচে জানাজার নামাজের সকল দোয়া বাংলা অর্থ সহ দেওয়া হলো:

জানাজার নামাজে প্রথমে যে দোয়াটি পড়তে হয় তা হলো: ছানা। সুবহা-নাকা আল্ল-হুম্মা ওয়াবিহামদিকা ওয়া তাবা-রকাসমুকা ওয়া তায়ালা জাদ্দুকা ওয়া জাল্লা ছানা-উকা ওয়া লা-ইলা-হা গয়রুক।

এর অর্থ হচ্ছে, হে মহান আল্লাহ আপনি সব দোষ থেকে পবিত্র। আমি আপনাকে ভালোবাসি ও আপনার প্রশংসা করি। আপনার নাম অনেক বরকতময়। আপনার মর্যাদা অনেক উঁচু। আপনার প্রশংসা অনেক বড়। আপনি ছাড়া আর কেউ ইবাদত পাওয়ার যোগ্য নয়।

প্রথমে উক্ত দোয়া পড়ার পর তাকবীর দিয়ে দরুদ শরীফ পাঠ করতে হয়, এই দোয়া আপনারা কম বেশি সকলেই জানেন। তাই এখন আমরা নিচে জানাজার নামাজের তৃতীয় দোয়া এবং জানাজার নামাজের চতুর্থ দোয়া অর্থ সহ তুলে ধরলাম।

জানাজার নামাজের তৃতীয় দোয়া

জানাজার নামাজে দরুদ শরীফ পাঠ করে তাকবীর দেওয়ার পরে জানাজার নামাজের তৃতীয় দোয়া পড়তে হয়। জানাজার নামাজের তৃতীয় দোয়া সকলের মুখস্থ রাখা উচিত। কেননা এটি পড়া সুন্নাত। আল্লাহর রাসূল (সা) জানাজার নামাজে মৃত ব্যক্তির জন্য যে তৃতীয় দোয়া করতেন তা হলো:

আল্ল-হুম্মাগ্ফির লিহায়‍্যিনা- ওয়া মায়‍্যিতিনা- ওয়া শা-হিদিনা- ওয়া গো-ইবিনা- ওয়া ছোগিরিনা- ওয়া কাবিরানা- ওয়া যাকারিনা- ওয়া উন্ছানা-। আল্লো-হুম্মা মান আহ্ইয়াইতাহু মিন্না ফাআহ্ইহী- আলাল ইসলাম, ওয়া মান তাওয়াফ্ফাইতাহু- মিন্না- ফাতাওয়াফ্ফাহু আলাল ইমা-ন। (দলিল মুসনাদে আহমদ, হাদিস নাম্বার ৮৮০৭)

জানাজার নামাজের তৃতীয় দোয়া এর বাংলা অর্থ: হে মহান আল্লাহ। আপনি আমাদের জীবিত এবং মৃতদের ছোট-বড়, নারী-পুরুষ এবং উপস্থিত ও অনুপস্থিত সবাইকে মাফ করে দিন। হে আল্লাহ। আপনি আমাদের মাঝে যাদেরকে জীবিত রেখেছেন তাদেরকে ইসলামের উপর অটল রাখুন এবং যাদেরকে মৃত্যু দান করবেন তাদেরকে ঈমানের উপর মৃত্যু দান করুন।

এটি হলো জানাজার নামাজের তৃতীয় দোয়া।

জানাজার নামাজের চতুর্থ দোয়া

জানাজার নামাজের তৃতীয় দোয়া তো জানলেন, কিন্তু জানাজার নামাজের চতুর্থ দোয়া জানেন কি? চিন্তার কোনো কিছু নেই এখন আমরা জানাজার নামাজের চতুর্থ দোয়া আপনাদের জানাবো। তৃতীয় দোয়া দোয়া পড়ার পরে তাকবীর দিয়ে চতুর্থ দোয়া পড়তে হয়।
জানাজার নামাজের চতুর্থ দোয়া হলো সালাম। সালাম ফিরিয়ে জানাজার নামাজ শেষ করতে হয়। সালামের মাধ্যমে সকলের জন‍্য শান্তি এবং রহমত চাওয়া হয় রবের কাছে। তবে সালামের আগে জানাজার নামাজের চতুর্থ দোয়া হিসেবে এই দোয়া পড়তে পারেন:

আল্ল-হুম্মা লা-তাহরিমনা- আজরোহু, ওয়ালা- তাফতিন্না- বা'দাহু, ওয়াগফির লানা- ওয়ালাহু।

জানাজার নামাজের চতুর্থ দোয়ার অর্থ: হে আল্লাহ্। আমাদেরকে ও তাঁকে (মৃত ব্যক্তিকে) সওয়াব থেকে বাদ দিবেন না, তাঁর মৃত্যুর পর আমাদেরকে বিপদ দিবেন না, আর আমাদেরকে এবং তাঁকে ক্ষমা করে দিন।

জানাজার নামাজের দোয়া সমূহ আরবিতে

জানাজার নামাজের দোয়া সমূহ আরবিতে সাধারণত করতে হয়। আমরা যেহেতু বাঙালি তাই অনেকে আরবি ভাষা জানেন না বা বোঝেন না। এজন্য সকলের উচিত জানাজার নামাজের দোয়া সমূহ আরবিতে মুখস্থ করা বাংলা অর্থসহ।

নিচে একটি ছবি দেওয়া হলো যেখানে প্রাপ্তবয়স্ক পুরুষ অথবা মহিলার জানাজা পড়ার দোয়া সমূহ আরবিতে এবং অপ্রাপ্ত বয়স্ক ছেলের ও অপ্রাপ্তবয়স্ক মেয়ের জানাজার দোয়া সমূহ আরবিতে দেওয়া আছে।
জানাজার নামাজের দোয়া সমূহ আরবিতে
মৃত্যু মহান আল্লাহতালার হাতে। আল্লাহ তাআলা কাকে কখন মৃত্যু দান করবেন তা তিনি ছাড়া আর কেউ জানে না। তাই সকলের উচিত জানাজার নামাজের দোয়া সমূহ আরবিতে মুখস্থ করা।

মহিলাদের জানাজার নামাজের দোয়া

পুরুষ ও মহিলাদের জানাজার নামাজের দোয়া একই। যদিও মহিলাদের জানাজার নামাজ আদায় করা বর্তমান সমাজে জায়েজ নেই। তবে পরিপূর্ণ পর্দা করে জানাজার নামাজে শরিক হওয়া যাবে বলে অনেক আলেম বলেছেন।

সেক্ষেত্রে কোনো মহিলা যদি জানাজার নামাজ আদায় করতে চায় তাহলে আমরা উপরে যে দোয়া গুলো সম্পর্কে জানিয়েছি সেগুলো পড়লেই হবে। কেননা পুরুষ এবং মহিলাদের জানাজার নামাজের দোয়ার কোনো পার্থক্য নেই।
জানাজার নামাজের তৃতীয় দোয়া
তবে মৃত ব‍্যক্তি যদি অপ্রাপ্তবয়স্ক ছোট ছেলে এবং ছোট মেয়ে হয় তাহলে দোয়ার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। আমরা সকল দোয়া গুলো ছবিতে দিয়েছি। আশাকরি মহিলাদের জানাজার নামাজের দোয়া সম্পর্কে বিস্তারিত জানতে ও বুঝতে পেরেছেন।

FAQ: জানাজার নামাজের দোয়া সমূহ pdf - জানাজার নামাজের নিয়ত আরবিতে ইত্যাদি সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর

১. জানাজার নামাজের দোয়া সমূহ ইমাম ও মুক্তাদি উভয়কেই কি পড়তে হবে?

উত্তর: হ‍্যাঁ। জানাজার নামাজের দোয়া সমূহ ইমাম ও মুক্তাদি উভয়কেই পড়তে হবে। আল্লাহর রাসূল জানাজার নামাজে মৃত ব্যক্তির জন্য এবং নিজেদের জন্য দোয়া করতেন তা হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং বুঝা যায় জানাজার নামাজের দোয়া সমূহ ইমাম ও মুক্তাদি উভয়ের জন্য পড়া সুন্নাত।

২. জানাজার নামাজে সুরা ফাতেহা পড়ার বিধান কি?

উত্তর: জানাজার নামাজে সুরা ফাতেহা পড়ার বিধান হলো মুস্তাহাব। এছাড়া সুরা ফাতেহার বদলে ছানাও পড়া যায়। প্রথম তাকবীর দেওয়ার পর সুরা ফাতেহা অথবা ছানা পাঠ করতে হয়।

৩. অপ্রাপ্ত বয়স্ক নারী পুরুষের জানাজার দোয়া আলাদা কেন?

উত্তর: অপ্রাপ্ত বয়স্ক নারী পুরুষের জানাজার দোয়া আলাদা হওয়ার কারণ হলো তারা নিষ্পাপ তাই তাদের জন্য মাগফিরাতের দোয়া করার কোন প্রয়োজন হয় না। তাদের মাধ্যমে রহমত বরকতের কামনা জন‍্য দোয়া করাই যথেষ্ট। তাই অপ্রাপ্ত বয়স্ক নারী পুরুষের জানাজার দোয়া প্রাপ্ত বয়স্কদের জানাজার দোয়ার থেকে আলাদা হয়ে থাকে।

লেখকের মন্তব্য

জানাজার নামাজের গুরুত্বপূর্ণ ফজিলত অনেক বেশি। যারা জানাজার নামাজ আদায় করে তারা পাহাড় পরিমাণ সওয়াব পায়। এই নামাজের মাধ্যমে মৃত ব্যক্তির জন্য জান্নাত কামনা করা যায় আল্লাহর কাছে। সেই সাথে মৃত ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনার করা যায়। জানাজার নামাজের দোয়া বাংলায় মুখস্থ না করে আরবিতে মুখস্থ করা উচিত। কেননা আরবি উচ্চারণ বাংলাতে সঠিকভাবে করা যায় না।

প্রিয় পাঠক আপনি এই আর্টিকেলের মাধ্যমে জানতে পেরেছেন জানাজার নামাজের দোয়া সমূহ pdf, জানাজার নামাজের নিয়ত আরবিতে, জানাজার নামাজের দোয়া বাংলা অর্থ সহ, জানাজার নামাজের তৃতীয় দোয়া, জানাজার নামাজের চতুর্থ দোয়া, জানাজার নামাজের দোয়া সমূহ আরবিতে, মহিলাদের জানাজার নামাজের দোয়া ইত্যাদি সম্পর্কে।
আমাদের এই আর্টিকেল সম্পর্কে কোনো মন্তব্য থাকলে নিচে কমেন্ট করুন। আর অন‍্যদের উপকারের জন‍্য সওয়াবের আশায় আর্টিকেলটি শেয়ার করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অনলাইন ইনকাম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url