ডেটল ও স্যাভলন দিয়ে গোসলের উপকারিতা

প্রিয় পাঠক বন্ধুরা, আপনারা কি জানেন ডেটল দিয়ে গোসলের উপকারিতা, স্যাভলন দিয়ে গোসলের উপকারিতা, ডেটল ব্যবহারের নিয়ম, ডেটল লিকুইড এর দাম, স্যাভলন লিকুইড ব্যবহারের নিয়ম, স‍্যাভলন এর কাজ কি, স্যাভলন লিকুইড দাম সম্পর্কে? না জানলে এই আর্টিকেলটি আপনার অনেক উপকারে আসবে।
ডেটল ও স্যাভলন দিয়ে গোসলের উপকারিতা
সূচিপত্র:আমরা উপরোক্ত সকল টপিক সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করবো এবং সেই সাথে আপনাদের জানাবো ডেটল নাকি স্যাভলন কোনটি ভালো সে সম্পর্কে। এছাড়া আরও গুরুত্বপূর্ণ তথ্য জানতে এই আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।

ভূমিকা

আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের কাজ করে থাকি যার কারণে আমাদের শরীর, জামা, কাপড় ইত্যাদি ময়লা হয়ে যায় এবং বিভিন্ন ধরনের জীবাণু ব্যাকটেরিয়া লেগে যায়। এমনকি বাড়িতে শুয়ে থাকলে বা কোনো কাজ না করলেও অনেক সময় আমাদের শরীর ঘেমে যায় এবং সেখান থেকে বিভিন্ন জার্ম সংক্রামিত হতে থাকে।

এসব জীবাণু ব্যাকটেরিয়া থেকে বাঁচার জন্য আমরা নিয়মিত গোসল করে থাকি। শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গোসলের কোনো বিকল্প নেই। আর গোসলের পানিতে যদি ডেটল অথবা স্যাভলন মেশানো হয় তাহলে তো সোনায় সোহাগা। এগুলো শরীরে ক্ষতিকর জীবাণু ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে। চলুন প্রথমে জেনে নেই স্যাভলন দিয়ে গোসল করার উপকারিতা।

স্যাভলন দিয়ে গোসলের উপকারিতা

অনেকেই গোসল করার সময় পানিতে স্যাভলন লিকুইড মিশিয়ে সেই পানি দ্বারা গোসল করে থাকেন। অথবা অনেকেই স্যাভলন দিয়ে গোসল করতে চান এজন্য স্যাভলন দিয়ে গোসলের উপকারিতা সম্পর্কে খোঁজাখুঁজি করছেন।

স্যাভলন এমন একটি জীবাণু নাশক একটি লিকুইড যার অনেক উপকারিতা রয়েছে। গোসলের পানিতে স্যাভলন ব্যবহারের উপকারিতা গুলো হলো:

১. শরীরের ত্বকের জীবাণু দূর করে

স্যাভলনে রয়েছে ক্লোরোহেক্সিডিন, গ্লুকোনেট ও সিট্রিমাইড যা শরীরের ত্বকের জমে থাকা ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি ক্ষতিকর জার্ম দূর করে। ফলে ত্বক থাকে সুস্থ এবং শরীরের ভিতরেও জীবাণু প্রবেশ করতে পারে না।
অনেক সময় শরীরের বিভিন্ন জায়গায় কেটে গেলে অথবা পুড়ে গেলে সেখানে ব্যাকটেরিয়ার আক্রমণের ঝুঁকি থাকে। কিন্তু স্যাভলন দিয়ে গোসল করলে ব্যাকটেরিয়ার আক্রমণের ঝুঁকি কমে যায়।

২. শরীরের দুর্গন্ধ দূর করে

বাংলাদেশে গ্রীষ্মকালে আবহাওয়া প্রচুর পরিমাণ গরম থাকে। এজন্য শরীর ঘেমে এবং ব্যাকটেরিয়া জমে যায় ও শরীর দুর্গন্ধ হয়ে যায়। এ অবস্থায় স্যাভলন দিয়ে গোসল করলে শরীরের ব্যাকটেরিয়া দূর হয় এবং শরীর থেকে দুর্গন্ধ চলে যায়। স‍্যাভলন দিয়ে গোসলের উপকারিতা গুলোর মধ‍্যে এটি একটি অন্যতম উপকারিতা।

৩. শিশুরাও এটি ব্যবহার করতে পারে

স্যাভলন লিকুইড শিশুদের জন্য উপযোগী করে তৈরি করা হয়েছে। এজন্য শিশুদের গোসলের সময় পানিতে নিয়ম অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ স্যাভলন লিকুইড মেশালে ক্ষতিকর ভাইরাস ব্যাকটেরিয়া থেকে মুক্তি পাওয়া যায়। এমনকি চর্মরোগ বা অ‍্যালার্জি জনিত সমস্যাও দূর হয়।

৪. ঘামাচি এবং চুলকানি দূর করে

স্যাভলনে অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য থাকার কারণে এটি শরীরের চুলকানি, ঘামাচি প্রতিরোধ করতে সাহায্য করে। যারা নিয়মিত স‍্যাভলন দিয়ে গোসল করে তাদের ত্বকে চুলকানি এবং জ্বালাপোড়া থাকলে তা অনেকটাই কমে যায়।

৫. রোদে পোড়া ত্বকের জন্য ভালো

যারা রোদে কাজ করে থাকেন দীর্ঘ সময় ধরে তাদের জন্য স্যাভলন মিশ্রিত পানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লিকুইড স্যাভলন যুক্ত পানি রোদে পোড়া ত্বকে ব্যবহার করলে অনেকটাই আরাম পাওয়া যায় এবং জ্বালাপোড়া হয় না।

৬. ফাংগাল ইনফেকশন প্রতিরোধ করে

ইনফেকশন প্রতিরোধ করতে স্যাভলন দিয়ে গোসলের উপকারিতা রয়েছে। যারা সিজার বা অস্ত্র পাচার করেছেন অথবা যাদের শরীরের বিভিন্ন স্থানে কাটা, ফাটা রয়েছে তারা স্যাভলন দিয়ে গোসল করলে অনেক উপকৃত হবেন। কেননা স্যাভলন ব্যবহার করার কারণে ক্ষতস্থানে ফাংগাল ইনফেকশন হয় না।

৭. পোকামাকড় কামড় দিলে জ্বালা পোড়া কমে

স্যাভলন দিয়ে গোসলের উপকারিতা আরও রয়েছে। কাটা, ছেঁড়া, পোড়া, ক্ষত অথবা পোকার কামড়ের চিকিৎসায় স্যাভলন পানিতে মিশিয়ে ব্যবহার করতে পারেন। এতে দ্রুত জ্বালা ভাব দূর হয় এবং ক্ষতস্থানকে জীবাণুর হাত থেকে রক্ষা করে এবং তাড়াতাড়ি ক্ষতস্থান সেরে উঠতে সাহায্য করে।

বাচ্চাদের গোসলের পানিতে স্যাভলন মেশানো যাবে কি?

বাচ্চাদের গোসলের পানিতে স্যাভলন মেশানো যাবে এতে কোনো সমস্যা নেই, কেননা স্যাভলন দিয়ে গোসলের উপকারিতা রয়েছে। তবে বাচ্চাদের ক্ষেত্রে পানিতে অতিরিক্ত স্যাভলন লিকুইড ব্যবহার করা উচিত নয়।
এতে ত্বকে জ্বালাপোড়া বা অস্বস্তি বোধ হতে পারে। এজন্য শিশুদের স্যাভলন লিকুইড দিয়ে গোসল করাতে চাইলে স্যাভলন লিকুইড ব্যবহারের নিয়ম সম্পর্কে জানতে হবে। নিচে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো।

স্যাভলন লিকুইড ব্যবহারের নিয়ম

স্যাভলন দিয়ে গোসল করতে চান কিন্তু স্যাভলন লিকুইড ব্যবহারের নিয়ম সম্পর্কে জানেন না এমন অনেকই রয়েছেন। স্যাভলন লিকুইড যেভাবে ব্যবহার করবেন:
  • শিশুদের এক বছর বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত স্যাভলন ব্যবহার না করাই ভালো।
  • প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে স্যাভলন লিকুইড ১০ লিটার পানিতে ৩ টেবিল চামচ ব্যবহার করতে হবে।
  • পানিতে স্যাভলন লিকুইড ঢালার পর ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিন।
  • যদি শরীরের বিভিন্ন স্থানের লোম (যেমন বগল) শেভ করতে চান তাহলে হাফ লিটার পানিতে পাঁচ চামচ স্যাভলন লিকুইড ব্যবহার করুন।
  • গামছা, জামা কাপড়, বালিশের কভার, বিছানার চাদর ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন করতে ১ লিটার পানিতে ২ টেবিল চামচ স্যাভলন লিকুইড ব্যবহার করতে হবে।
  • ঘরের মেঝে, টয়লেটের মাঝে বা টয়লেট এবং রান্নাঘর সহ বিভিন্ন জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ২ লিটার পানিতে ২ টেবিল চামচ স্যাভলন লিকুইড ব্যবহার করতে হয়।
  • স্যাভলন কেবলমাত্র শরীরের বহিরাংশ অর্থাৎ, ত্বকে ব্যবহার করা যায়। খেয়াল রাখতে হবে সরাসরি যেন মুখের ভেতর অথবা চোখে এবং মুখের ভেতর না যায়।
এখানে ১ টেবিল চামচ বলতে বোঝানো হয়েছে ১৫ মিলি পরিমাণ স্যাভলন লিকুইডকে। আর ১ চা চামচ বলতে ৫ মিলি লিকুইড বোঝানো হয়েছে।

স‍্যাভলন এর কাজ কি

স্যাভলন লিকুইড হিসেবে পাওয়া যায় আবার ক্রিম হিসেবেও পাওয়া যায়। স্যাভলনের মূল কাজ হলো ক্ষতিকর ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি ধ্বংস করা এবং ত্বককে এ সকল ক্ষতিকর জীবাণু থেকে রক্ষা করা। স্যাভলন ব্যবহার করলে জীবাণু ত্বকে আক্রমণ করতে পারেনা।

এটি ক্ষতস্থান দ্রুত নিরাময় করতেও সাহায্য করে। স্যাভলন দিয়ে গোসলের উপকারিতাও আছে। নির্দিষ্ট পরিমাণ স্যাভলন পানিতে মিশে সেই পানিতে গোসল করলে শরীর থেকে জীবাণু দূর করতে ভাল কাজ করে। জীবাণু নাশ করাই হলো স‍্যাভলনের কাজ।

স্যাভলন লিকুইডের দাম

স্যাভলন লিকুইড এর সঠিক দাম সম্পর্কে অনেকেই জানতে চান। বাংলাদেশে স্যাভলন লিকুইড এর দাম আগের তুলনায় কিছুটা বেড়েছে। স্যাভলন লিকুইড বিভিন্ন পরিমাণে বোতল আকার পাওয়া যায়। স্যাভলন লিকুইড এর বর্তমান দাম নিতে তুলে ধরা হলো:
  • স্যাভলন ৫৬ ml লিকুইডের দাম ৪৫ টাকা।
  • স্যাভলন ১১২ ml লিকুইডের দাম ৬০ টাকা।
  • স্যাভলন ১ লিটার লিকুইডের দাম ২২০-২৮০ টাকা।

ডেটল দিয়ে গোসলের উপকারিতা

স্যাভলন দিয়ে গোসলের উপকারিতা যেমন রয়েছে, ঠিক তেমনি ডেটল দিয়ে গোসলের উপকারিতাও রয়েছে। ডেটলে রয়েছে Chloroxylenol নামক গুরুত্বপূর্ণ উপাদান যা জীবাণু ধ্বংস করে। ডেটল দিয়ে গোসল করলে শরীরের ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদি ধ্বংস হয়ে যায়।

এটি ইনফেকশন প্রতিরোধ করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার শরীরে কোথাও যদি কেটে যায় অথবা পুড়ে যায় তাহলে নির্দিষ্ট পরিমাণ পানি নিয়ে সেখানে নির্দিষ্ট পরিমাণ ডেটল গুলে ক্ষতস্থানে ব্যবহার করুন।
এতে ক্ষতস্থানে কোনো জীবাণু আক্রমণ করতে পারবে না, যদি আক্রমণ করেও থাকে তাহলে ধ্বংস হয়ে যাবে, ফলে আপনি ইনফেকশন হওয়ার হাত থেকে রক্ষা পাবেন। যাদের শরীরে ঘামাচি, ব্রণ এবং চুলকানির সমস্যা রয়েছে তারা গোসলের সময় ডেটল ব্যবহার করতে পারেন, এতে উপকার মিলবে।

ডেটল ব্যবহারের নিয়ম

ডেটল সঠিক নিয়মে ব‍্যবহার করতে হবে। তাহলে অনেক উপকার পাবেন। ডেটল জাতীয় অতিরিক্ত ব্যবহার করেন তাহলে ত্বক শুষ্ক এবং জ্বালাপোড়া হতে পারে। গোসল করার ক্ষেত্রে এক বালতি পানিতে ১০ থেকে ১৫ মিলি ডেটল ব্যবহার করা যথেষ্ট।

বাচ্চাদের ক্ষেত্রে আরও কম ব্যবহার করতে হবে। এছাড়া নবজাতক শিশুদের গোসল করানোর সময় ডেটল ব্যবহার না করাই ভালো। শিশুর এক বছর বয়স পার হলে ডেটল ব্যবহার করতে পারেন।

ডেটল লিকুইড এর দাম

ডেটল বিভিন্ন সাইজের পাওয়া যায় ভিন্ন ভিন্ন দামের। ডেটল লিকুইড এর দাম নিচে দেওয়া হলো:
  • ডেটল 50 ml লিকুইড এর দাম 45 টাকা।
  • ডেটল 100ml লিকুইড এর দাম 60-70 টাকা।
  • ডেটল 100ml লিকুইড এর দাম 220-280 টাকা।

ডেটল নাকি স্যাভলন কোনটি ভালো

ডেটল নাকি স্যাভলন কোনটি ভালো সে সম্পর্কে অনেকেই প্রশ্ন করে থাকেন। ডেটল এবং স্যাভলন উভয়ই অ্যান্টিসেপটিক বা জীবাণু নাশক লিকুইড। দুটোই ভালো প্রোডাক্ট, কিন্তু কার জন্য কোনটা ভালো সে সম্পর্কে চলুন এখন জেনে নেই:
  • বাচ্চাদের জন্য ডেটলের চেয়ে স্যাভলন বেশি উপযোগী।
  • প্রতিদিন গোসল এবং চুলকানি জনিত সমস্যা দূর করতে স‍্যাভলন লিকুইড বেশি ভালো।
  • কাটা, ছেঁড়া, পোড়া এবং বিষাক্ত পোকামাকড়ের কামড়ে ডেটল বেশি কার্যকর।
  • দুর্গন্ধ দূর করতে এবং শরীরে ঘাম হলে দুটির যেকোনো একটি বেছে নিতে পারেন। তবে ডেটল বেশি গন্ধ ছড়ায়।
  • জীবাণু দূর করতে এবং সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে ডেটল বেশি কার্যকর।

FAQ: প্রায়সই জিজ্ঞাসিত কিছু প্রশ্ন ও উত্তর

১. ডেটল ও স‍্যাভলন কোথায় পাওয়া যায়?

উত্তর: ডেটল এবং স‍্যাভলন অ্যান্টিসেপটিক যেকোনো ফার্মেসির দোকানে পেয়ে যাবেন। এছাড়া অনলাইন মার্কেটপ্লেস সহ বিভিন্ন মুদির দোকানে পেতে পারেন।

২. ডেটল এবং স্যাভলন কি সরাসরি ব্যবহার করা যাবে?

উত্তর: ডেটল এবং স্যাভলন সরাসরি ত্বকে ব্যবহার করা উচিত নয়। বিশেষ করে ডেটল সরাসরি ব্যবহার করলে ত্বকে জ্বালাপোড়া অনুভব হতে পারে। এগুলো নির্দিষ্ট পরিমাণ পানির সাথে মিশিয়ে ব্যবহার করতে হয়। ডেটল এবং স্যাভলনের বোতলে এর ব্যবহার বিধি সম্পর্কে লেখা রয়েছে সেখানে বিস্তারিত দেখুন।

৩. ডেটল এবং স‍্যাভলন ব্যবহারের পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি?

উত্তর: ডেটল এবং স‍্যাভলন ব্যবহারের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে শরীরের ভেতরে গেলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। কেননা এটি কেবল শরীরের বাহিরের ত্বকে ব্যবহার যোগ‍্য। এছাড়া অতিরিক্ত ব্যবহার করলেও ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। আর সরাসরি ডেটল বা স্যাভলন ব্যবহার করলে প্রচণ্ড জ্বালাপোড়া হতে পারে। নিয়ম হলো পানির সাথে মিশিয়ে ব্যবহার করা।

লেখকের মন্তব্য

ডেটল এবং স‍্যাভলন সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। খেয়াল রাখতে হবে এটি যেন কোনোভাবেই মুখের ভেতর বা কোনো খাবারের সাথে মিশে পেটে না যায়। চোখে গেলেও মারাত্মক ক্ষতি হতে পারে। ডেটল ও স‍্যাভলন কেনার পূর্বে মেয়াদ ভালোভাবে দেখে নিন।

সম্মানিত পাঠক আপনি জানতে পারলেন ডেটল দিয়ে গোসলের উপকারিতা ও স্যাভলন দিয়ে গোসলের উপকারিতা এবং ব্যবহারের নিয়ম সম্পর্কে। আশা করি আপনি আর্টিকেলটির মাধ্যমে উপকৃত হয়েছেন। আর্টিকেল সম্পর্কিত আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অনলাইন ইনকাম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url